ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IIMR/Rect./Non - Teaching/2023/01।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৫ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) হেড, ক্যাম্পাস ইনফ্রাস্ট্রাকচার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

বেতন - ৬৭,৭০০/- টাকা

 

২) সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।

বেতন - ৬৭,৭০০/- টাকা

 

৩) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার

শূন্যপদ - ১১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতন - ৫৬,১০০/- টাকা

 

৪) কর্পোরেট রিলেশনস অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বি.ই / বি.টেক ডিগ্রী পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

বেতন - ৫৬,১০০/- টাকা

 

৫) সিনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতন - ৪৭,৬০০/- টাকা

 

৬) সিনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতন - ৪৭,৬০০/- টাকা

 

৭) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

বেতন - ৪৭,৬০০/- টাকা

 

৮) অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার (ERP)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতন - ৪৭,৬০০/- টাকা

 

৯) পাবলিক রিলেশনস অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতন - ৪৭,৬০০/- টাকা

 

১০) জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার

শূন্যপদ - ৯টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

বেতন - ৩৫,৪০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা/ ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

উল্লেখিত পোস্ট গুলোর জন্য রায়পুর এর ইনস্টিটিউটে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে IIM এর অফিসিয়াল ওয়েবসাইট www.iimraipur.ac.in অথবা https://iimraipur.ac.in/recruitment/ এর মাধ্যমে ৫ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে।

 

আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যম গুলির দ্বারা।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IIM এর অফিসিয়াল ওয়েবসাইট www.iimraipur.ac.in অথবা https://iimraipur.ac.in/recruitment

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ