ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনস্থ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, মাল্টি টাস্কিং স্টাফ সহ বিভিন্ন গ্রুপ - সি এর পোস্টে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1/FRI/GC/2022।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) টেকনিশিয়ান (ফিল্ড/ল্যাব রিসার্চ)

শূন্যপদ - ২৩টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ বিজ্ঞান শাখার বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৩

 

২) টেকনিশিয়ান (মেন্টেনান্স)

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ২

 

৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (প্যারা মেডিক্যাল)

শূন্যপদ - ৭টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী অথবা ডিপ্লোমা অথবা বিজ্ঞান শাখার বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৫

 

৪) লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ অথবা টাইপ রাইটারে প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ বা ২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ২

 

৫) ফরেস্ট গার্ড

শূন্যপদ - ২টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতির মাপ ৭৯ সেমি - ৮৪ সেমি এবং ৪ ঘন্টায় ২৫ কিমি হেঁটে যাওয়ার দক্ষতা থাকতে হবে।

মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫০ সেমি, বুকের ছাতির মাপ ৭৪ সেমি - ৭৯ সেমি এবং ৪ ঘন্টায় ১৪ কিমি হেঁটে যাওয়ার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ২

 

৬) স্টেনো গ্রেড II

শূন্যপদ - ১টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন এ সার্টিফিকেট এবং স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে কমপক্ষে ৮০টি ইংরেজি/হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৪

 

৭) স্টোর কিপার

শূন্যপদ - ২টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ৩

 

৮) ড্রাইভার অর্ডিনারি গ্রেড

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ২

 

৯) মাল্টি টাস্কিং স্টাফ 

শূন্যপদ - ২২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

বেতনক্রম - লেভেল - ১

 

 

অফসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড টেস্ট, ডেসক্রিপটিভ টেস্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল/ট্রেড টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কম্পিউটার বেসড টেস্ট হওয়ার সম্ভাব্য সময় সীমা ফেব্রুয়ারি, ২০২৩।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন FRI এর অফিসিয়াল ওয়েবসাইট https://fri.icfre.gov.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে FRI এর অফিসিয়াল ওয়েবসাইট https://fri.icfre.gov.in এর মাধ্যমে ১৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ১৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ কেবল ৭০০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন FRI এর অফিসিয়াল ওয়েবসাইট https://fri.icfre.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ