ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে কনস্টেবল পদে মোট ৯,২১২ জন কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ মার্চ, ২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল, ২০২৩।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

মোট শূন্যপদ - ৯,২১২টি । পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে মোট শূন্যপদ - ৭১২টি

যে যে ট্রেডে পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে সেগুলি হল -

১) ড্রাইভার
শূন্যপদ - ২২০টি

২) মোটর মেকানিক ভেহিকেল
শূন্যপদ - ৩৩টি

৩) কবলার
শূন্যপদ - ১০টি

৪) কারপেন্টার
শূন্যপদ - ১০টি

৫) টেলার
শূন্যপদ - ১৪টি

৬) ব্রাস ব্যান্ড
শূন্যপদ - ১২টি

৭) পাইপ ব্যান্ড
শূন্যপদ - ৫টি

৮) বাগলার
শূন্যপদ - ৯৯টি

৯) গার্ডেনার
শূন্যপদ - ৬টি

১০) পেইন্টার
শূন্যপদ - ৩টি

১১) কুক / ওয়াটার কেরিয়ার
শূন্যপদ - ১৮২টি

১২) ওয়াশার ম্যান
শূন্যপদ - ৩০টি

১৩) বার্বার
শূন্যপদ - ২২টি

১৪) সাফাই কর্মচারী
শূন্যপদ - ৬১টি

১৫) কনস্টেবল (পাইওনিয়ার)
শূন্যপদ - ১১টি

 

যে যে ট্রেডে মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে সেগুলি হল -

১) বাগলার
শূন্যপদ - ১টি

২) কুক / ওয়াটার কেরিয়ার
শূন্যপদ - ২টি

৩) ব্রাস ব্যান্ড 
শূন্যপদ - ২টি

 

 

যোগ্যতা

 

 

১) CT/ড্রাইভার - মাধ্যমিক পাশ এবং ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স সহ দক্ষতা থাকতে হবে।

২) CT/ মেকানিক মোটর ভেহিকেল - কমপক্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে অথবা তিন বছরের অ্যাপ্রেন্টিসশিপ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩) অন্যান্য সকল ট্রেডের ক্ষেত্রে - কমপক্ষে মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকতে হবে।

৪) পাইওনিয়ার উইং CT (ম্যাসন/প্লামবার/ইলেকট্রিশিয়ান) - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি ও বুকের ছাতির মাপ ৮০ সেমি (এক্সপ্যান্ড করে ৫সেমি) এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে। কেবল ড্রাইভার পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও অন্যান্য কিছু ক্ষেত্রে ছাড় আছে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ট্রেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

কম্পিউটার বেসড টেস্ট নেওয়ার সম্ভাব্য সময় সীমা ১ জুলাই, ২০২৩ থেকে ১৩ জুলাই, ২০২৩ তারিখ এর মধ্যে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ হাওড়া, হুগলী, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান, বাঁকুড়া, বহরমপুর, শিলিগুড়ি, আসানসোল, ও সিউড়ি অঞ্চলে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং নির্বাচন পদ্ধতি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট www.crpf.gov.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট www.crpf.gov.in এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ মার্চ, ২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ২৫ এপ্রিল, ২০২৩।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/BHIM UPI ইত্যাদির মাধ্যমে।

একজন আবেদনকারী কেবলমাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট www.crpf.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ