কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ২৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ডেপুটি ডিরেক্টর (ডেভেলপমেন্ট)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - হর্টিকালচার/এগ্রিকালচার/প্ল্যান্ট সায়েন্সস এ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮,৭০০/- টাকা
২) ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৬৭,৭০০/- টাকা - ২,০৮,৭০০/- টাকা
৩) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডেভেলপমেন্ট)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হর্টিকালচার/এগ্রিকালচার/প্ল্যান্ট সায়েন্সস এ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
৪) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফরেন ট্রেড)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী অথবা যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রীর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
৫) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে স্পেশালাইজড/ডিপ্লোমা সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
৬) স্ট্যাটিসটিকাল অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৭) ডেভেলপমেন্ট অফিসার
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৮) ডেভেলপমেন্ট অফিসার (টেকনোলজি)
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক বা মাস্টার্স ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
৯) ডেভেলপমেন্ট অফিসার (ট্রেনিং)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর/বি.টেক/মাস্টার্স ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
১০) মার্কেট প্রমোশন অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে স্পেশালাইজড/ডিপ্লোমা সহ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
১১) মাস মিডিয়া অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা সহ মাস্টার্স ডিগ্রী এবং ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
১২) স্ট্যাটিসটিকাল ইনভেস্টিগেটর
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৩) সাব এডিটর
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৪) কেমিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৫) স্টেনোগ্রাফার গ্রেড II
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে শর্ট হ্যান্ড এ প্রতি মিনিটে ১২০টি শব্দ ও প্রতি মিনিটে ৪৫টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৬) অডিটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৭) প্রোগ্রামার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৮) ফুড টেকনোলজিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
১৯) মাইক্রোবায়োলজিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২০) কনটেন্ট রাইটার কাম জার্নালিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২১) লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২৩) ফিল্ড অফিসার
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - বিজ্ঞান বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট/ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২৪) জুনিয়র স্টেনোগ্রাফার
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ কম্পিউটারে ডিকটেশনে এবং ট্রান্সক্রিপশনে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২৫) হিন্দি টাইপিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট স্কিলে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
২৬) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১৪টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট স্কিলে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
২৭) ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে কোকোনাট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://recruit.coconutboard.in/ এর মাধ্যমে ২৫ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে SBI কালেক্ট এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কোকনাট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://recruit.coconutboard.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।