CISF -এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে মোট ৭৭৯ জন কর্মী নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ২০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) কনস্টেবল/কুক
শূন্যপদ - ৩০৪টি
২) কনস্টেবল/কবলার
শূন্যপদ - ৬টি
৩) কনস্টেবল/টেলার
শূন্যপদ - ২৭টি
৪) কনস্টেবল/বারবার
শূন্যপদ - ১০২টি
৫) কনস্টেবল/ওয়াশারম্যান
শূন্যপদ - ১১৮টি
৬) কনস্টেবল/সুইপার
শূন্যপদ - ১৯৯টি
৭) কনস্টেবল/পেইন্টার
শূন্যপদ - ১টি
৮) কনস্টেবল/ ম্যাসন
শূন্যপদ - ১১টি
৯) কনস্টেবল/প্লামবার
শূন্যপদ - ৪টি
১০) কনস্টেবল/মালি
শূন্যপদ - ৩টি
১১) কনস্টেবল/ওয়েলডার
শূন্যপদ - ৩টি
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে স্কিলড ট্রেডার্স (আই টি আই পাশ) বা আন স্কিলড ট্রেডার্স হতে হবে।
পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৮০ সেমি - ৮৫ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।
বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.in।
দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ করা হবে। কোন অঞ্চলে কোন শাখাতে কয়টি শূন্যপদ আছে তার তালিকা দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.in এর দ্বারা।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.in এর মাধ্যমে ২০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে বা অফলাইনে SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে।
অনলাইনে টাকা জমা করার শেষ তারিখ ২০ ডিসেম্বর, ২০২২।
অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা করার শেষ তারিখ ২২ ডিসেম্বর, ২০২২।
একটি পোস্টের জন্য কেবল মাত্র একবারই আবেদন করতে পারবেন। একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CISF এর অফিসিয়াল ওয়েবসাইট https://cisfrectt.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ