ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ক্যান্টনমেন্ট বোর্ড অফিসে সাফাইওয়ালা, ক্লার্ক, শিক্ষক সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ফার্মাসিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা/ব্যাচেলর ডিগ্রী/মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ২৮,৯০০/- টাকা - ৭৪,৫০০/- টাকা 
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

২) অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাথমিক)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং ডি.এল.এড/বি.এল.এড/ডি.এড/বি.এড ডিগ্রী থাকতে হবে।
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বেতনক্রম - ২২,৭০০/- টাকা - ৫৮,৫০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৪) ফরেস্ট মালি
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,৬০০/- টাকা - ৪৫,২০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৫) সাফাইওয়ালা
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৬) মজদুর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ যোগ্যতা থাকতে হবে।
বেতনক্রম - ১৭,০০০/- টাকা - ৪৩,৬০০/- টাকা
নির্বাচন পদ্ধতি - লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://lebong.cantt.gov.in/recruitment

নির্বাচিত প্রার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলাতে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://lebong.cantt.gov.in/recruitment থেকে ডাউনলোড করতে হবে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Chief Executive Officer, Cantonment Board Office, Lebong - 734105, Darjeeling, West Bengal '
খামের উপর লিখতে হবে - ' Application for the post of...... '।

ফার্মাসিস্ট ও অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলা/ট্রান্সজেন্ডার এর ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে ২৫০/- টাকা জমা করতে হবে।

বাকি সকল পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা। কিন্তু এসসি/এসটি/মহিলা/ট্রান্সজেন্ডার এর ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা জমা করতে হবে।

প্রতিবন্ধী ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - in favour of " Chief Executive Officer, Cantonment Board Office Lebong "।

একাধিক পোস্টে আবেদন করতে চাইলে আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://lebong.cantt.gov.in/recruitment

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ