ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আয়োজিত প্রাইমারি স্কুলে শিক্ষকতার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সি টেট ২০২৩  নেওয়া হবে জুলাই - আগস্ট মাসে। এখন অনলাইনে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। 

আবেদন করতে হবে অনলাইনে ২৬ মে, ২০২৩ এর মধ্যে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় সহ সি বি এস ই অনুমোদিত কয়েক হাজার প্রাইমারি স্কুলে শিক্ষকতার জন্য সি টেট পরীক্ষায় পাশ করা আবশ্যিক। এর পাশাপাশি বেসরকারি স্কুলেও টেট পাশ প্রার্থী দের অগ্রাধিকার দেওয়া হয়। 

এই পরীক্ষা পাশ করলে একটি সার্টিফিকেট পাওয়া যায় যার বৈধতা আজীবন। তবে কেউ চাইলে স্কোর বাড়ানোর জন্য একাধিকবার পরীক্ষা দিতে পারবেন। 

 

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা জুলাই, ২০২৩ তারিখ থেকে আগস্ট, ২০২৩ তারিখের মধ্যে।

 

 

যোগ্যতা (CTET Eligibility)

 

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 

 

ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত

 

এস সি / এস টি/ ও বি সি /প্রতিবন্ধী দের জন্য শিক্ষাগত যোগ্যতায় ৫ % নম্বর ছাড় রয়েছে। 

 

যোগ্যতা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে দেখুন NCTE এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncte.gov.in

 

 

পরীক্ষা পদ্ধতি

 

 

কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। পেপার ১ ও পেপার ২ এই দুটি পেপারের পরীক্ষা নেওয়া হবে দুটি শিফটে। পেপার ১ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকতা করার ক্ষেত্রে দিতে হবে। পেপার ২ হল ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকতা করার জন্য দিতে হবে। তবে আবেদনকারী কেবল একটি পেপারের জন্যও পরীক্ষা দিতে পারবেন।

ভাষা পেপার ছাড়া মূল প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দি এই দুটি ভাষাতে হবে। পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রতি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে।

 

 

পরীক্ষার সিলেবাস

 

 

প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 

মোট ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন থাকবে। মোট সময় আড়াই ঘণ্টা।  এম সি কিউ টাইপের ৩০ টি করে প্রশ্ন থাকবে এই ৫ টি  বিষয়ে- 

  • Child Development and Pedagogy 
  • Language I (compulsory) 
  • Language II (compulsory) 
  • Mathematics 
  • Environmental Studies 

    ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত

    মোট ১৫০ নম্বরের ১৫০ টি প্রশ্ন থাকবে। মোট সময় আড়াই ঘণ্টা।  এম সি কিউ টাইপের ৩০ টি করে প্রশ্ন থাকবে এই ৫ টি  বিষয়ে- 

  • Child Development & Pedagogy
  • Language I 
  • Language II
  • Mathematics and Science (for Mathematics and Science teacher) OR
  • Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher) *For any other teacher - either (IV) or (V)

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Downloads now

 

পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা জুলাই, ২০২৩ তারিখ থেকে আগস্ট, ২০২৩ তারিখের মধ্যে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ হুগলি, দূর্গাপুর, বর্ধমান, সিউড়ি, শিলিগুড়ি, আসানসোল, বাগমার, বহরমপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

 

রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বর, ২০২৩।

 

অ্যাডমিট কার্ড ডাউনলোড,পেপারের ধরণ, নম্বর, সিলেবাস ইত্যাদি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন CTET  এর অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে CTET  এর অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in এর মাধ্যমে ২৬ মে, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ১২০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য ৬০০/- টাকা।

যে কোন একটি পেপারের পরীক্ষা দিতে হলে আবেদন মূল্য জমা দিতে হবে ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CTET  এর অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ