ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্থ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ মে, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - রিসার্চ অ্যাসোসিয়েট

শূন্যপদ - ১০টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - প্রথম বছর ৪৭,০০০/- টাকা, দ্বিতীয় বছর ৪৯,০০০/- টাকা এবং তৃতীয় বছর ৫৪,০০০/- টাকা প্রদান করা হবে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ ও প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ মে, ২০২৩ এর মধ্যে। আবেদনপত্র ডাউনলোড করতে হবে BSI এর অফিসিয়াল ওয়েবসাইট www.bsi.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে জমা করতে হবে এই ঠিকানায় - ' Scientist In charge, Technical Section, Botanical Survey of India, CGO Complex, 3rd MSO Building 5th floor, Saltlake City, Sector - I, Kolkata - 700064 '।' 

খামের উপর লিখতে হবে - ' Application for Research Associate Fellowship Programme - 2023 in Botanical Survey of India '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSI এর অফিসিয়াল ওয়েবসাইট www.bsi.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ