BSF Recruitment: বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ করা হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট সার্জেন (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট)
শূন্যপদ - ২০টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়াতে রেজিস্টার্ড হতে হবে।
আরও পড়ুনঃ যে কোনও যোগ্যতায় চাকরির সুযোগ
পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭.৫ সেমি ও বুকের ছাতির মাপ হতে হবে ৭৭ সেমি (এক্সপ্যান্ড হয়ে ৮২ সেমি) এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৪২ সেমি।
বয়স - বয়স হতে হবে ৯ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
দুটি ধাপের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।
প্রথম ধাপে - ডকুমেন্টেশন, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে।
প্রথম ধাপে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে ইন্টারভিউ ও মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in এর মাধ্যমে ৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।
আরও পড়ুনঃ Government Jobs: মাসের সেরা সব চাকরির খবর একসঙ্গে
আবেদন মূল্য ৪০০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলাদের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না। কিন্তু সকল
ক্যাটাগরিকেই সার্ভিস চার্জ জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।