Braithwaite India Job: ব্রেথওয়েট অ্যান্ড কো - লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ব্রেথওয়েট অ্যান্ড কো - লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) মাল্টি টাস্কিং স্টাফ
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ জুন, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৪,৭৮৬/- টাকা
২) হিন্দি অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হিন্দি বিষয়ে মাস্টার্স ডিগ্রী সহ ডিগ্রী লেভেলে ইংরেজি বিষয় কম্পালসারি/ইলেক্টিভ হিসেবে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ জুন, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৪১,৩১০/- টাকা
৩) অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ জুন, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতন - ২৯,৬০৬/- টাকা
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ জুন, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট braithwaiteindia.com/jobs_opening থেকে।
আবেদনপত্রের অফিসিয়াল বয়ানঃ Download now
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির স্ক্যান কপি সহ আবেদন পত্র ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে beljobat@gmail.com।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট braithwaiteindia.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ