ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 383/PE/HR/NS1/2022-23।

আবেদন করতে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য | BEL India Recruitment

 

১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার - I (PE - ICS)
শূন্যপদ - ১৮টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

 

২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার - I (PE - ECE)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

 

৩) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার - I (PE - ECE)
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

 

৪) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার - I (PE - TSCS)
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে।

 

আরও পড়ুনঃ SSC HS Level Exam: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৪৫০০ কর্মী নিয়োগ

৫) ট্রেনি ইঞ্জিনিয়ার - I (TE - TSCS)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ০ - ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই পারিশ্রমিক - প্রথম বছর - ৪০,০০০/- টাকা, দ্বিতীয় বছর - ৪৫,০০০/- টাকা, তৃতীয় বছর - ৫০,০০০/- টাকা, চতুর্থ বছর - ৫৫,০০০/- টাকা

 

নির্বাচন পদ্ধতি

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন BEL এর অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in

চার বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে BEL এর অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Sr. Dy. General Manager (HR), Naval Systems SBU, Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore - 560013, Karnataka '

খামের উপর লিখতে হবে - ' RECT. OF PROJ ENGR-I/TRAINEE ENGR [FOR NS (S&CS) SBU, Post Code_____ '

প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পোস্টের আবেদন মূল্য ৪০০/- টাকা + GST। ট্রেনি ইঞ্জিনিয়ার পোস্টের আবেদন মূল্য ১৫০/- টাকা + GST। 

টাকা জমা করতে হবে অনলাইনে SBI এর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BEL এর অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ