APEDA recruitment: কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটিতে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ১৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - জুনিয়র হিন্দি ট্রান্সলেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইংরেজি ও হিন্দি বিষয়ে দক্ষতা সহ মাস্টার্স ডিগ্রী এবং ট্রান্সলেশনের উপর ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন APEDA এর অফিসিয়াল ওয়েবসাইট https://jobapply.in/APEDA2022।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে APEDA এর অফিসিয়াল ওয়েবসাইট https://jobapply.in/APEDA2022 এর মাধ্যমে ১৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে অথবা অফলাইনে SBI ব্যাঙ্কের চালানের মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন APEDA এর অফিসিয়াল ওয়েবসাইট https://jobapply.in/APEDA2022।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।