Airforce Recruitment: ভারতীয় বায়ু সেনাতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় বায়ু সেনাতে কর্মী নিয়োগ করা হবে। এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট এর মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
কোর্স ট্রেনিং শুরু হওয়ার সম্ভাব্য সময় জুলাই, ২০২৪।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে নিয়োগ করা হবে সেগুলি হল -
১) ফ্লাইং
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - গণিত ও ফিজিক্স বিষয় সহ কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং কমপক্ষে ৬০% নম্বর সহ গ্র্যাজুয়েশন পাশ/বি.ই বা বি.টেক ডিগ্রী অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বা অ্যারনউটিকাল সোসাইটি অফ ইন্ডিয়া এর পরীক্ষায় পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
২) গ্রাউন্ড ডিউটি (টেকনিক্যাল)
শূন্যপদ - ১৫১টি
৩) গ্রাউন্ড ডিউটি (নন - টেকনিক্যাল)
শূন্যপদ - ১১৪টি
যোগ্যতা - গণিত ও ফিজিক্স বিষয় সহ কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে চার বছরের গ্র্যাজুয়েশন পাশ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বা অ্যারনউটিকাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স এর পরীক্ষায় পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৬ বছরের মধ্যে।
বেতনক্রম - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা
কেবল অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি
অনলাইনে AFCAT টেস্ট এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে নির্বাচিত করা হবে।
AFCAT টেস্ট নেওয়ার সম্ভাব্য তারিখ ২৫, ২৬, ২৭ আগস্ট, ২০২৩।
এছাড়াও NCC স্পেশাল এন্ট্রির মাধ্যমে নিয়োগ করা হবে।
নির্বাচিত পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট careerindianairforce.cdac.in বা afcat.cdac.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট careerindianairforce.cdac.in বা afcat.cdac.in এর মাধ্যমে ৩০ জুন, ২০২৩ এর মধ্যে।
আবেদন মূল্য ২৫০/- টাকা। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় বায়ুসেনার অফিসিয়াল ওয়েবসাইট careerindianairforce.cdac.in বা afcat.cdac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ