AIIMS এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এ স্টোর কিপার, ক্যাশিয়ার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা
২) স্টোর কিপার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রীর পাশাপাশি মেটেরিয়াল ম্যানেজমেন্ট এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৩) লাইব্রেরিয়ান গ্রেড - III
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
৪) ল্যাব টেকনিশিয়ান
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বিজ্ঞান শাখার বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে দুই বছরের ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা
৫) ল্যাব অ্যাটেনডেন্ট গ্রেড II
শূন্যপদ - ২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৬) ক্যাশিয়ার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.কম ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Mow
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiimsmangalagiri.edu.in/।
অন্ধ্রপ্রদেশ এর মঙ্গলগিরি অঞ্চলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiimsmangalagiri.edu.in/ এর মাধ্যমে ৫ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে।
পাশাপাশি আবেদন পত্রের প্রিন্ট কপি সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Recruitment Cell, Room No. 216, 2nd floor, Library & Admin Building, AIIMS Mangalgiri, Guntur, Andhra Pradesh - 522503 '।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiimsmangalagiri.edu.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।