ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এ আই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেডে বিভিন্ন পদে মোট ৩২৫ জন কর্মী নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) এয়ারক্রাফট টেকনিশিয়ান (মেইনটেন্যান্স/অভারহাউল)

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

২) এয়ারক্রাফট টেকনিশিয়ান (এভিয়নিকস ইলেকট্রিক্যাল/ইন্সট্রুমেন্টাল/রেডিও)

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৩) টেকনিশিয়ান

যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই অথবা এনসিভিটি পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৪) টেকনিশিয়ান

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.এসসি ডিগ্রী/ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ মার্চ, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ট্রেড/স্কিল টেস্ট এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

৫ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

দিল্লীর দপ্তরে নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

 

আবেদন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

এয়ারক্রাফট টেকনিশিয়ান (এভিয়নিকস ইলেকট্রিক্যাল/ইন্সট্রুমেন্টাল/রেডিও) পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে ৩১ মার্চ, ২০২৩ তারিখ।

অন্যান্য পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হবে ১১ এপ্রিল, ২০২৩

সময় - সকাল ৯:৩০টা

ঠিকানা - Personnel Department, A - 320, Avionics Complex, Near New Custom House, IGI Airport Terminal - II, New Delhi - 110037

ইন্টারভিউ এর সময় আবেদন পত্র সহ প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সাথে নিয়ে যেতে হবে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে AIESL এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiesl.in এর মাধ্যমে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে টাকা জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " AI Engineering Services Limited " payable at New Delhi '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AIESL এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.aiesl.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ