ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ চাকরির বাজারে খুশির খবর। কলকাতা, গ্যাংটক, দার্জিলিং সহ  সারা দেশের মোট ১৩৬ টি স্কুলে শিক্ষক নিয়োগ করতে চলেছে আর্মি পাবলিক স্কুল। শূন্য পদ ও নেহাত কম নয়। মোট ৮৭০০ টি। অনলাইনে প্রথম ধাপের স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২০২২ এ। 

কলকাতা, দূর্গাপুর সহ দেশের বিভিন্ন রাজ্যে পরীক্ষা কেন্দ্র আছে। পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এ।

 

যোগ্যতা, কীভাবে নিয়োগ হবে, আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত তথ্য রয়েছে নীচের প্রতিবেদনে -

অফিসিয়াল বিজ্ঞপ্তি 

Download PDF Notice

আবেদনের লিঙ্ক click here
অফিসিয়াল ওয়েবসাইট https://www.awesindia.com/

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


বিভিন্ন বিষয়ের PGT, TGT এবং PRT শিক্ষক নিয়োগ করা হবে। 

প্রাইমারি শিক্ষক

PRT এর ক্ষেত্রে বি.এড বা দুই বছরের ডি.এল. এড এ ডিপ্লোমা সহ গ্র্যাজুয়েট ডিগ্রী (দুটি ক্ষেত্রেই ৫০% নম্বর সহ) থাকতে হবে।

ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার

যে যে বিষয়ে TGT শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল - ইংরেজি, হিন্দি, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার এবং ফিজিক্যাল এডুকেশন।


যোগ্যতা - বি.এড সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী (দুটি ক্ষেত্রেই ৫০% নম্বর সহ) থাকতে হবে।
তবে সোশ্যাল সায়েন্স বিষয়ের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিকস - এর মধ্যে যে কোন দুটি বিষয় সহ ইতিহাস/ভূগোল এ ডিগ্রী থাকতে হবে।


গণিত বিষয়ের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিসটিক্স এর মধ্যে যে কোন দুটি বিষয় সহ গণিতে ডিগ্রী থাকতে হবে।


কম্পিউটার বিষয়ের ক্ষেত্রে BCA অথবা কম্পিউটার সায়েন্স এ গ্র্যাজুয়েট/বি.ই/বি.টেক/আইটি ডিগ্রী অথবা যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী সহ মিনিস্ট্রি অফ ইনফো অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, GOI এর DOEACC থেকে A লেভেল কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।


ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ক্ষেত্রে বি.পি এড চার বছরের ডিগ্রী কোর্স অথবা তিন বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রী সহ এক বছরের বি.পি এড ডিপ্লোমা অথবা ফিজিক্যাল এডুকেশন, হেলথ এডুকেশন অ্যান্ড স্পোর্টসে বি.এসসি ডিগ্রী সহ এক বছরের বি.পি এড ডিপ্লোমা থাকতে হবে।

পোস্ট গ্র্যাজুয়েট টিচার


যে যে বিষয়ে PGT শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল - ইংরেজি, হিন্দি, ইতিহাস, ভূগোল, ইকোনমিকস, পলিটিক্যাল সায়েন্স, গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োটেক, সাইকোলজি, কমার্স, কম্পিউটার সায়েন্স ইনফরমেটিক্স, হোম সায়েন্স এবং ফিজিক্যাল এডুকেশন।


যোগ্যতা - বি.এড সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রী (দুটি ক্ষেত্রেই ৫০% নম্বর সহ) থাকতে হবে।
তবে বায়োলজি বিষয়টির ক্ষেত্রে বোটানি সহ জুওলজি তে মাস্টার্স ডিগ্রী এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেটিক্স বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এ বি.ই/বি.টেক ডিগ্রী/আইটি/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে ডিগ্রী থাকতে হবে।

বয়স

নতুন তুলনামূলক অনভিজ্ঞ (৫ বছরের কম অভিজ্ঞতা) আবেদনকারীর ক্ষেত্রে বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
অভিজ্ঞ আবেদনকারীর (৫ - ১০ বছরের অভিজ্ঞতা যুক্ত) ক্ষেত্রে বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী ৫৭ বছরের মধ্যে।

নির্বাচন পদ্ধতি


অনলাইনে স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউ এবং কম্পিউটারে দক্ষতা ও টিচিং স্কিলের উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ের প্রার্থী নির্বাচিত করা হবে। স্ক্রিনিং টেস্ট পার্ট এ এবং পার্ট বি এই দুটি ভাগে হবে। পার্ট এ পরীক্ষার মোট ৮০টি প্রশ্ন থাকবে এবং সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। পার্ট বি পরীক্ষার মোট ১২০টি প্রশ্ন থাকবে এবং সময়সীমা ২ ঘণ্টা। MCQ টাইপ প্রশ্ন করা হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ অংশ নম্বর কাটা যাবে।

অনলাইনে স্ক্রিনিং টেস্ট এর সম্ভাব্য তারিখ ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২০২২। পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে দেওয়া হবে। সেটা ডাউনলোড করে নিতে হবে।

প্রার্থীদের অনুশীলনের জন্য ১ ফেব্রুয়ারি, ২০২২ থেকে মক টেস্টের সুবিধা থাকবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ২৮ জানুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইনে। রেজিস্ট্রেশন করতে হবে এই লিঙ্কে-  https://register.cbtexams.in/AWES/Registration । 

আবেদনের মূল্য - ৩৮৫ টাকা। আবেদন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AWES এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.awesindia.com/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ