ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এ সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 2022/17।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৩ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং/ডেটাবেস ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে।

বেতনক্রম - ৬১,৮১৮/- টাকা

 

২) সিকিউরিটি গার্ড

শূন্যপদ - ২টি

যোগ্যতা - এস এস সি বা সমতুল্য এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের সার্টিফিকেট ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

এছাড়াও পুরুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি এবং বুকের ছাতির মাপ হতে হবে ৮০ সেমি - ৮৫ সেমি ও মহিলার ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি।

বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩১,৩২৯/- টাকা

 

৩) প্রোজেক্ট সাইন্টিফিক অফিসার

শূন্যপদ - ২টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

বেতনক্রম - ৮৯,৯০০/- টাকা

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

 

নির্বাচন পদ্ধতি

আবেদনকারীর সংখ্যার ভিত্তিতে নির্বাচন পদ্ধতি নির্ধারিত করা হবে। তবে সিকিউরিটি গার্ড পোস্টের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে।

মুম্বাই অঞ্চলে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে TIFR এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.tifr.res.in এর মাধ্যমে ৩ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন TIFR এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.tifr.res.in

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ