ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সি এস আই আর (CSIR) - ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো পদে কর্মী নিয়োগ করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ আগস্ট, ২০২২ তারিখ এবং আবেদনের শেষ তারিখ ২৪ আগস্ট, ২০২২।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট

বিজ্ঞপ্তি নম্বর - R&C/550/2021

 

ক) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Gen)

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

বেতন - ৩০,০০০/- টাকা

খ) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (S & P)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

বেতন - ৩০,০০০/- টাকা

গ) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (F & A)

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে।

বেতন - ৩০,০০০/- টাকা

 

২) জুনিয়র স্টেনোগ্রাফার

বিজ্ঞপ্তি নম্বর - R&C/555/2021

শূন্যপদ - ৪টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ 

বয়স - বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে।

বেতন - ৩৮,০০০/- টাকা

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন CSIR - IICB এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.career.iicb.res.in/

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে CSIR - IICB এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.career.iicb.res.in/ অথবা https://iicb.res.in/ এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ৪ আগস্ট, ২০২২ তারিখ এবং আবেদনের শেষ তারিখ ২৪ আগস্ট, ২০২২।

আবেদন মূল্য ১০০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/CSIR কর্মী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CSIR - IICB এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.career.iicb.res.in/ অথবা https://iicb.res.in/

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ