ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (IISER), কলকাতাতে  প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - IISER-K/DoFA/SRD/2021/1। আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২১।

যে যে বিষয়ের ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে তা হল - বায়োলজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, কম্পুটাশনাল অ্যান্ড ডাটা সায়েন্স, আর্থ সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিসটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স।

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLCIK HERE

আবেদনের লিঙ্ক  Apply Online 

কেবলমাত্র SC/ST/OBC-NCL/EWS/PWD প্রার্থীদের জন্যই এই নিয়োগ করা হবে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (চুক্তি ভিত্তিক)
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বেতন ক্রম - ৭০,৯০০/- টাকা।

২) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর পি এইচ ডি ডিগ্রী এবং শিক্ষকতা/রিসার্চ প্রভৃতি ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ক্রম - ১,০১,৫০০/- টাকা

৩) অ্যাসোসিয়েট প্রফেসর
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর পি এইচ ডি ডিগ্রী এবং  কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মধ্যে তিন বছরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর/সিনিয়র সাইন্টিফিক অফিসার/ সিনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে অভিজ্ঞ হতে হবে।
বেতন ক্রম - ১,৩৯,৬০০/- টাকা

৪) প্রফেসর
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর পি এইচ ডি ডিগ্রী এবং  কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার মধ্যে চার বছরের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যে কোনো আই আই টি/আই আই এস ব্যাঙ্গালোরে/আই আই এম/ এন আই টি আই ই মুম্বাইতে/আই আই এস ই আর তে পড়ানোর অভিজ্ঞ হতে হবে।
বেতন ক্রম - ১,৫৯,১০০/- টাকা

প্রতিটি পদের ক্ষেত্রেই ভালো অ্যাকাডেমিক স্কোর থাকা আবশ্যিক এবং পরবর্তীকালে পারফরম্যান্স ভালো হলে বেতন বৃদ্ধি পেতে পারে।

নির্বাচন পদ্ধতি


অ্যাকাডেমিক স্কোর, অভিজ্ঞতা প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। যাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে কেবল তাদের মেল আইডিতে ইনস্টিটিউটের পক্ষ থেকে মেল পাঠানো হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২১। 

 আবেদনের লিঙ্ক  Apply Online

আবেদন করার সময় তিনটি রেফারেন্স লেটার অবশ্যই জমা করতে হবে। প্রার্থী নির্বাচিত করার আগে ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রার্থীর হয়ে রেফারেন্স লেটার যারা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হবে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.iiserkol.ac.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ