ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সর্দার বল্লভভাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - Estt./2022/Gr_A1/2002।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য | SVNIT Recruitment

 

১) লাইব্রেরিয়ান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ লাইব্রেরী সায়েন্স/ইনফরমেশন সায়েন্স/ডকুমেন্টেশন এ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে

কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৫৬ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৭,৪০০/- টাকা - ৬৭,০০০/- টাকা

 

২) সাইন্টিফিক অফিসার/টেকনিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক/বি.ই/এম.এসসি ডিগ্রী

অথবা এমসিএ ডিগ্রী বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

 

৩) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল/ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.ই / বি.টেক ডিগ্রী অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ১৫,৬০০/- টাকা - ৩৯,১০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই প্রবেশন পিরিয়ড - ১ বছর

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে SVNIT এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.svnit.ac.in এর মাধ্যমে ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

পাশাপাশি আবেদন পত্র ডাউনলোড করতে তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Deputy Registrar (Establishment), Sardar Vallabhbhai National Institute of Technology (SVNIT), Ichchhanath, Dumas Road, Surat - 395007 '।

ডাকের মাধ্যমে আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ১২ ডিসেম্বর, ২০২২।

খামের উপর লিখতে হবে ' Application for the post of......., Application ID No. .......... '।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথকভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SVNIT এর অফিসিয়াল ওয়েবসাইট http://www.svnit.ac.in

 

সরকারি ও বেসরকারি চাকরির সঠিক আপডেট সবার আগে পাবেন আমাদের ফেসবুক পেজ এ। পাশাপাশি নিয়মিত সার্চ করুন আমাদের ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ