ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে সর্দার বল্লবভাই ন্যাশানাল ইন্সটিটিউট অফ টেকনোলজি (SVNIT Recruitment)। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর – Estt./2022/Gr_C2/2008। শুরুতে ১বছরের প্রবেশন। 

আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট পাঠাতে হবে ডাকের মাধ্যমে। কোন যোগ্যতায় কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কোন ঠিকানায় আবেদনপত্রের প্রিন্ট আউট পাঠাবেন, সঙ্গে কি কি দিতে হবে - এই সমস্ত তথ্য রয়েছে এই প্রতিবেদনে। 

আপনি কি চাকরি খুঁজছেন ? কিন্তু নিয়মিত আপডেট পাচ্ছেন না ? তাহলে এখনই ফলো করুন আমাদের ফেসবুক পেজ।  সরকারি ও বেসরকারি চাকরির সঠিক আপডেট সবার আগে পাবেন আমাদের ফেসবুক পেজ এ। পাশাপাশি নিয়মিত সার্চ করুন আমাদের ওয়েবসাইট। 

 

শূন্যপদ । Vacancy of SVNIT Junior Assistant Recruitment

 

মোট শূন্যপদ ১৫ টি। এর মধ্যে জেনারেল ৭, এস সি ২, এস টি ১, ও বি সি এন সি এল ৪ এবং আর্থিকভাবে দুর্বল দের জন্য রয়েছে ১ টি পদ। তবে নিয়োগের সময় শূন্যপদ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

 

বেতন । SVNIT Junior Assistant post

 

বেতনক্রম ৫২০০ টাকা থেকে ২০, ২০০ টাকা।  সর্দার বল্লবভাই ন্যাশানাল ইন্সটিটিউট অফ টেকনোলজি র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের পে লেভেল ৩। পে ব্যান্ড ১।  গ্রেড পে ২০০০ টাকা। 

 

যোগ্যতা । SVNIT Recruitment

 

যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ। কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 
বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি  নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

 

আবেদন পদ্ধতি । Application process of SVNIT Recruitment

 

আবেদন করতে হবে অনলাইনে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে ২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে। 

আবেদনের লিঙ্ক – Apply Now

আবেদনের ফি ৫০০ টাকা (The SC, ST, PwD, Ex-Servicemen and Female candidates are exempted from payment of processing fees)। 

অনলাইন আবেদনের পর আবেদনপত্রের প্রিন্ট আউট স্পিড পোস্ট বা রেজিস্টার্ড ডাকের মাধ্যমে পাঠাতে হবে ১২ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠানের এই ঠিকানায় – ‘Deputy Register (Establishment), Sardar Vallbhbhai National Institute of Technology, Ichchanath Dumas Road, Surat, 395007, Gujrat।  

আবেদনপত্রের সঙ্গে দেবেন সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি।  খামের ওপরে লিখবেন এই কথাটি - Application for the post of ......................,
Application ID No.......। 

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – SEE PDF FILE

ফর্ম পূরণ সহ যে কোনও তথ্য অনুসন্ধানের জন্য মেল করতে আপ্রেন এই ঠিকানায় - recruitmentnonteaching@svnit.ac.in

এছাড়াও ফর্ম পূরণে টেকনিক্যাল সমস্যা হলে যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠানের এই হেল্পলাইন নম্বরে - 0261-2201550 (Time: 10:00 A.M. to 5:00 P.M. Monday to Friday)। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  সর্দার বল্লবভাই ন্যাশানাল ইন্সটিটিউট অফ টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট - https://www.svnit.ac.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ