৯৭৫৪ জনের মেধাতালিকা প্রকাশ করল SSC
ওয়েব ডেস্কঃ মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের ফাইনাল মেধা তালিকা প্রকাশ করল এস এস সি (SSC)।
গত ৮ মে পেপার-২ এর পরীক্ষা ( Multi Tasking (Non-Technical) Staff Examination-2020) নিয়েছিল এস এস সি।
মোট ৯৭৫৪ জনের নাম ফাইনাল মেধা তালিকায় রয়েছে।
এর মধ্যে জেনারেল ৩৮৫৪, এস সি ৮১৮, এস টি ৬৯২, ও বি সি ২৪৬২ এবং ই ডব্লিউ এস ক্যাটেগরি তে ৭০৬ জনের নাম রয়েছে।
বাকি মেধা তালিকায় এক্স সার্ভিসম্যান এবং প্রতিবন্ধী ক্যাটেগরি রয়েছে।
সম্পূর্ণ মেধা তালিকা – ডাউনলোড পি ডি এফ
অফিসিয়াল বিজ্ঞপ্তি - ডাউনলোড পি ডি এফ
পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে পেপার ২ এর নম্বর দেখতে পাবেন ৪ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত।
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখতে পারেন এস এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট - https://ssc.nic.in/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।