ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সন্তু সামন্তঃ আর মাত্র কয়েক ঘন্টা। সূচনা হবে রোজগার মেলা (Rozgar Mela)। যার মাধ্যমে নিয়োগ করা হবে ১০ লক্ষ কর্মী। এই বিশেষ অভিযানের সূচনা লগ্নে ৭৫ হাজার নতুন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আগামীকাল ঠিক সকাল ১১ টায় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে রোজগার মেলার (Rozgar Mela) সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টির উদ্দ্যেশ্যে ইতিপূর্বে কেন্দ্রের সবকটি দপ্তরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ নির্দেশ গিয়েছে। সবকটি সরকারি মন্ত্রক ও দপ্তরে শূন্য পদ পূরণের জন্য বিশেষ অভিযান বা বলা যেতে পারে তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে। 

বিভিন্ন সরকারি দপ্তরে এই নিয়োগ করা হবে সরাসরি দপ্তরের বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে  অথবা ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর মত সরকারি নিয়োগকারি সংস্থার মাধ্যমে নিয়োগ করা হবে। 

সূত্রের খবর, যে সমস্ত কর্মপ্রার্থী আগামীকাল নিয়োগ পত্র পাচ্ছেন তাঁরা কেন্দ্রীয় সরকারের ৩৮টি মন্ত্রক ও দপ্তরের বিভিন্ন কার্যালয়ে কাজে যোগ দেবেন। এদের মধ্যে বেশিরভাগই নিয়োগপত্র পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট, এল ডি সি, স্টেনো, এম টি এস, কনস্টেবল, সাব ইন্সপেক্টর এর মত পোস্টে। 

উল্লেখ্য, আগামী দেড় বছরের মধ্যে এই ১০ লক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ২০২৪ এর লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সে ক্ষেত্রে কর্মপ্রার্থীদের যেমন চাকরির সুযোগ থাকছে তেমনি দেশের ভোটব্যাঙ্কেও বেশ বড়সড় প্রভাব ফেলতে পারে এই নিয়োগ প্রক্রিয়া, এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।

(https://twitter.com/PIBGangtok/status/1583395892127621120 )

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ