ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্য পাবলিক সার্ভিস কমিশন মোট ৫৫ হাজার ৫৬ জন ক্লার্কশিপ পরীক্ষার্থীর নাম প্রকাশ করল। 

পরীক্ষার্থীদের রোল নম্বর ভিত্তিক প্রাপ্ত নম্বরের সম্পূর্ণ তালিকা পেতে ক্লিক করুন এখানে। 

ক্লার্কশিপ পরীক্ষার ( (Advertisement No. 05/2019)) পার্ট ১ এবং পার্ট ২ তে পাওয়া নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 

পরবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার টাইপ টেস্টে ডাক পাবেন মোট শূন্যপদ অনুযায়ী। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদ রয়েছে ৭২২৭ টি।  দেখে নিন কোন ক্যাটেগরি তে কতগুলি শূন্য পদ রয়েছে- 

UR - 2971
SC - 1406
ST - 430
OBC (A) - 716
OBC (B) - 505
PH (LV) - 120
PH (LDCP) - 89
PH (HI) - 109
MSP - 186
SC (LDCP) - 60
ExSM - 476
ExSM (SC)  - 159
TOTAL -  7227

প্রসঙ্গত, ২৩ সেপ্টেম্বর, ২০২১ এ  পি এস সি ক্লার্কশিপ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। টাইপ টেস্টে ডাক পেয়েছিলেন ৬৮৬২ জন। সেই তালিকায় যাদের নাম ছিল তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে। 

কিন্তু  প্রায় ৫ হাজার  পরীক্ষার্থী এই ফলাফল নিয়ে নিজেদের অসন্তোষের কথা পি এস সি কে জানান। এর ফলে পি এস সি র পক্ষ থেকে রেজাল্ট ঊউথড্র করে নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় ফ্রেস রেজাল্ট বের করা হবে। আজ সেই রেজাল্ট বের করা হল।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি র অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/ ।  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ