ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অফিসার পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করবে। প্রথম ধাপের অনলাইন পরীক্ষা নেওয়া হবে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এ। ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে হবে অনলাইনে ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে সেবি'র অফিসিয়াল ওয়েবসাইট এ। 

অফিসার গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) পোস্টে নিয়োগ করা হবে এই সকল শাখায় - জেনারেল, লিগাল, আই টি, রিসার্চ এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। 

বিভিন্ন শাখা অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ নীচে দেওয়া হল - 

১) জেনারেল - যে কোনও শাখায় মাস্টার্স ডিগ্রি / আইনে স্নাতক / ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট / CA / CFA / CS / CWA পাশ হলে আবেদনের যোগ্য। মোট শূন্যপদ ৮০ টি। 

২) লিগাল - আইনে স্নাতক হওয়া চাই। মোট শূন্যপদ ১৬ টি।

৩) আই টি - যে কোনও শাখায় গ্র্যাজুয়েট এবং আই টি তে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েট বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে মাস্টার্স বা  ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েট হতে হবে এই সকল শাখায় - Electrical / Electronics / Electronics And Communication / Information Technology / Computer Science। মোট শূন্যপদ ১২ টি। 

৪) রিসার্চ - পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এই সকল বিষয়ের যে কোনও একটিতে -  Statistics / Economics / Commerce / Business Administration (Finance) / Econometrics। মোট শূন্যপদ ৬ টি।

৫) অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ - গ্রাজুয়েসানে ইংরেজি একটি বিষয় সহ হিন্দিতে মাস্টার্স বা গ্রাজুয়েসানে হিন্দি একটি বিষয় সহ Sanskrit / English / Economics / Commerce এ মাস্টার্স হতে হবে। মোট শূন্যপদ ৩ টি।

সবকটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ৩১/১২/২০২১ অনুযায়ী ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। 

নিয়োগ পদ্ধতি

মোট ৩ টি ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে - .

Phase I (on-line screening examination consisting of two papers of 100 marks each),

Phase II (on-line examination consisting of two papers of 100 marks each) and

Phase III (Interview).

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি এবং কল্যাণী তে পরীক্ষাকেন্দ্র রয়েছে। নিয়োগ পদ্ধতির বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://www.sebi.gov.in/ এ। 

নির্বাচিতদের শুরুতে ২ বছরের প্রবেশন পিরিয়ড। বেতনক্রম - 28150-1550(4)-34350-1750(7)-46600-EB1750(4)-53600-2000(1)-55600 (17 years).

আবেদন পদ্ধতি

ফর্ম ফিলাপের জন্য আবেদন করতে হবে অনলাইনে ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে  সেবি'র অফিসিয়াল ওয়েবসাইট https://www.sebi.gov.in/ এ। 

আবেদনের লিঙ্ক - click here

অফিসিয়াল বিজ্ঞপ্তি - click here

 আবেদনের ফি ১০০০ টাকা। এস সি / এস টি / প্রতিবন্ধী দের ক্ষেত্রে ১০০ টাকা। আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন সেবি'র অফিসিয়াল ওয়েবসাইট https://www.sebi.gov.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ