ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (Clerk-cumComputer Operator) পদে নিয়োগ  করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর HRAQ/REC-WP-B/2021-02 DATED 01/07/2021। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ আগস্ট, ২০২১ এর মধ্যে। 

 শিক্ষাগত যোগ্যতা

যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটার অ্যাপ্লিকেশানে ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকলে আবেদনের যোগ্য।মূল বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিকে ৪০ % নম্বরের কথা বলা ছিল। তবে  সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিকে শতকরা কত নম্বর না পেলে আবেদন করা যাবে না তা তুলে নেওয়া হয়েছে। 

সংশোধনের বিজ্ঞপ্তি CLICK HERE 

সংশোধন হওয়ার পর অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

বয়স 

বয়স হতে হবে ১৫ আগস্ট, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এস সি/ এস টি ৫ বছর এবং ও বি সি রা ৩ বছর বয়সের ছাড় পাবেন। 

শূন্যপদ

মোট ১২০ টি। (SC: 08, ST: 14, OBC(NCL): 32, EWS: 12, UR: 54)

নির্বাচন পদ্ধতি

কেবলমাত্র কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কস থাকবে না। 

পরীক্ষার সিলেবাস

Section / Part  Parameters Percentage of
Marks
A English Language & General Knowledge /Awareness and Questions on
Oil India Limited.
20% 
B Reasoning, Arithmetic/Numerical & Mental Ability 20% 
C Domain or Relevant Technical Knowledge:
Questions will be based on the qualification prescribed for the post and
commensurate with the level of the post.
60%
  TOTAL 100% 

 

নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১ বছরের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। তারপর চাকরি স্থায়ীকরন হবে। বেতন ক্রম ২৬,৬০০ টাকা থেকে ৯০,০০০ টাকা। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ আগস্ট, ২০২১ এর মধ্যে। 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক -  CLICK HERE

আবেদনের ফি ২০০ টাকা। তবে SC/ST/EWS/Persons with Benchmark Disabilities/Ex-Servicemen  প্রার্থীদের কোনও আবেদনের ফি লাগবে না। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.oil-india.com/default.aspx

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ