ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেডে ৫৩৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর HRAQ/REC-WP-B/2021-06। 

আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ২৩ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  Click here 

কীভাবে আবেদন করবেন Click here

আবেদনের লিঙ্ক Click Here

 

পোস্ট কোড অনুযায়ী যোগ্যতা ও শূন্যপদ

1 AEL12021- মাধ্যমিক পাশ + ইলেক্ট্রিশিয়ান ট্রেড সার্টিফিকেট + বৈধ ইলেকট্রিক্যাল ওয়ার্কসম্যান পারমিট থাকতে হবে। শূন্য পদ ৩৮ টি। 

2 AFI12021 -মাধ্যমিক পাশ + ফিটার ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ১৪৪ টি। 

3 AMA12021 - মাধ্যমিক পাশ + মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৪২ টি। 

4 AMC12021-  মাধ্যমিক পাশ + মেসিনিস্ট ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ১৩ টি। 

5 AMD12021 - মাধ্যমিক পাশ + মেকানিক ডিজেল ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৯৭ টি।   

6 AME12021- মাধ্যমিক পাশ + ইলেক্ট্রনিক্স মেকানিক ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৪০ টি। 

7 AOB12021 - মাধ্যমিক পাশ + সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট + বৈধ 2nd Class Boiler Attendant
Certificate  থাকতে হবে। শূন্য পদ ৮ টি। 

8 AOT12021 - মাধ্যমিক পাশ + টারনার ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৪ টি। 

9 ATC12021 - মাধ্যমিক পাশ + ড্রাফটসম্যান সিভিল ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৮ টি। 

10 ATI12021 - মাধ্যমিক পাশ + ইন্সট্রুমেন্ট মেকানিক ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৮১ টি।  

11 ATO12021 - ফিজিক্স, কেমেস্ট্রি, ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। শূন্য পদ ৪৪ টি। 

12 ATS12021 - মাধ্যমিক পাশ + সার্ভেয়র ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৫ টি। 

13 ATW12021 - মাধ্যমিক পাশ + ওয়েল্ডার ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৬ টি। 

14 AIT12021- মাধ্যমিক পাশ + IT&ESM / ICTSM / IT  ট্রেড সার্টিফিকেট  থাকতে হবে। শূন্য পদ ৫ টি। 

বয়স হতে হবে ২৩ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী, ১৮ থেকে ৩০ বছরের মধ্যে । এস সি/ এস টি রা ৫ বছর এবং ও বি সি রা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

নির্বাচন পদ্ধতি

ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে কম্পিউটার বেসড টেস্ট এর ভিত্তিতে। ২ ঘণ্টার কম্পিউটার বেসড টেস্ট এ থাকবে নিম্নলিখিত বিষয়- 

 (A) English Language & General Knowledge/Awareness (B) Reasoning, Arithmetic/Numerical & Mental Ability and (C) Relevant Technical Knowledge in the course curriculum depending on the trade

এই পরীক্ষায় কোনও নেগেটিভ মার্কস থাকবে না। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.oil-india.com/ বা যোগাযোগ করতে পারেন সহায়তা নম্বরে- 8866678549,8866678559 বা মেল করতে পারেন এই ঠিকানায় - helpdesk.oilindia@cbtexams.in। 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ