ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (জেনারালিস্ট স্কেল -১) নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর REF NO: CORP.HRM/AO/2021. 24.08.2021 । 

মেট্রো সিটিতে শুরুতে মাসিক বেতন প্রায় ৬০,০০০ টাকা। 

আবেদন করতে হবে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ।

অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

যোগ্যতা

কমপক্ষে ৬০% নম্বর সহ (এস সি / এস টি / প্রতিবন্ধী হলে ৫৫%) যে কোনও শাখায় গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা ১ এপ্রিল, ২০২১ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স (এস সি / এস টি ৫ বছর, ও বি সি ৩ বছর এবং  প্রতিবন্ধী দের ১০ বছর ছাড় ) থাকলে আবেদনের যোগ্য। 

আরও চাকরির খবর দেখুন - ইন্টারভিউ ছাড়াই প্রায় ২৫ হাজার কনস্টেবল পোস্টে চাকরি

শূন্যপদ

মোট শূন্যপদ ৩০০ টি। এর মধ্যে SC,ST,OBC,EWS এবং UR ক্যাটেগরি তে যথাক্রমে  46,22,81,30 এবং 121 টি পোস্ট ও প্রতিবন্ধী ক্যাটেগরি তে HI,VI,OC এবং ID/ Mul ক্যাটেগরি তে যথাক্রমে  4,3,3 এবং 7 টি পোস্ট রয়েছে। 

নির্বাচন পদ্ধতি

প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

প্রিলি পরীক্ষার কেন্দ্র - Asansol,GreaterKolkata,Hooghly,Kalyani,Kolkata, Siliguri । পরীক্ষার সম্ভাব্য সময় অক্টোবর, ২০২১। 
মেন পরীক্ষা ও ইন্টারভিউ - GreaterKolkata। পরীক্ষার সম্ভাব্য সময় নভেম্বর, ২০২১। 

 প্রিলিমিনারি পরীক্ষা

অবজেক্টিভ টাইপের এক ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন থাকবে এই সব বিষয়ে- ১) English Language  ২) Reasoning Ability  এবং ৩) Quantitative Aptitude । ইংরেজিতে ২৫ নম্বর, বাকি ২ টি বিষয়ে ৩৫ নম্বর করে থাকবে। প্রতিটি বিষয়ে ২০ মিনিট করে সময় বরাদ্দ রয়েছে। 

মেন পরীক্ষা

প্রিলি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় ডাক পাবেন। মেন পরীক্ষায় ২০০ নম্বরের অবজেক্টিভ টেস্ট এবং ৩০ নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট থাকবে। 

অবজেক্টিভ টাইপের আড়াই ঘণ্টার মেন  পরীক্ষায় প্রশ্ন থাকবে এই সব বিষয়ে- 1 Test of Reasoning  2 Test of English Language  3 Test of General Awareness এবং 4 Test of Quantitative Aptitude। প্রতিটি বিষয়ে ৫০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা। অনলাইন মোডেই ৩০ মিনিটের ডেসক্রিপটিভ টেস্ট  (Letter Writing-10marks & Essay-20 marks) নেওয়া হবে। 

প্রিলি মেন ২ টি ক্ষেত্রেই অবজেক্টিভ টাইপ টেস্টে নেগেটিভ মার্কস রয়েছে। ডেসক্রিপটিভ টেস্ট এর নম্বর ফাইনাল মেধা তালিকায় যোগ হবে না কিন্তু নুন্যতম পাশ নম্বর পেতে হবে। 

মেন পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ তে ডাক পাবেন। ফাইনাল মেধা তালিকা তৈরি হবে মেন পরীক্ষা (অবজেক্টিভ পার্ট) ও ইন্টারভিউ তে পাওয়া নম্বরের ভিত্তিতে। 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে ১ সেপ্টেম্বর, ২০২১ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ।আবেদন ফি ৭৫০ টাকা (এস সি / এস টি এবং প্রতিবন্ধী ১০০ টাকা)। 

অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.newindia.co.in/portal/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ