ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নেতাজি সুভাষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর - NSUT/NON TEACHING/2021/02। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ৩১ জুলাই, ২০২১ এর মধ্যে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি -    CLICK HERE 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) লোয়ার ডিভিশন ক্লার্ক- যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দের টাইপিং স্পীড থাকলে আবেদনের যোগ্য।  মোট শূন্যপদ - ৩৫ টি ( UR - ১৫, EWS - ৪, SC - ৪, ST - ৩, OBC - ৯)।  বেতন ক্রম - ৫২০০ - ২০,২০০/- টাকা। 

২) জুনিয়র স্টেনোগ্রাফার- যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দের টাইপিং স্পীড ও প্রতি মিনিটে ৮০ টি শব্দের ডিক্টেসন স্পীড  থাকলে আবেদনের যোগ্য।  মোট শূন্যপদ - ১০ টি ( UR - ৪, EWS - ১, SC - ১, ST - ১, OBC - ৩)। বেতন ক্রম - ৫২০০ - ২০,২০০/- টাকা। 

৩) আপার ডিভিশন ক্লার্ক - যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দের টাইপিং স্পীড থাকলে আবেদনের যোগ্য। মোট শূন্যপদ - ৮ টি ( UR - ৫, SC - ১, OBC -২)। বেতনক্রম - ৫২০০ - ২০,২০০/- টাকা। 

৪) লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট - লাইব্রেরী সায়েন্সে গ্র্যাজুয়েট বা লাইব্রেরী সায়েন্সে ডিপ্লোমা এবং ২ বছর কাজের অভিজ্ঞতা বা বি এ/ বি এস সি / বি কম পাশ এবং লাইব্রেরী সায়েন্সে সার্টিফিকেট কোর্স করা থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজের জ্ঞান থাকা চাই। মোট শূন্যপদ - ২ টি ( OBC - ২)। বেতন ক্রম - ৫২০০ - ২০,২০০/- টাকা। 

৫) জুনিয়র মেকানিক - ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা/ ডিগ্রী বা ২ বছরের অভিজ্ঞতা সহ আই টি আই পাশ রা আবেদনের যোগ্য। মোট শূন্যপদ - ২১ টি ( UR - ৭, EWS - ৩, SC - ১, ST - ২, OBC - ৮)। বেতন ক্রম - ৫২০০ - ২০,২০০/- টাকা। 

৬) হেড ক্লার্ক - যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দের টাইপিং স্পীড থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজের জ্ঞান থাকা চাই।  মোট শূন্যপদ - ৭ টি ( UR -০৫, SC - ০১, OBC - ০১)।  বেতন ক্রম - ৯৩০০ - ৩৪৮০০/- টাকা। 

৭) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার  বা ৫ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পাশরা আবেদনের যোগ্য।  মোট শূন্যপদ  - ৩ টি ( SC - ১, OBC - ০২)। বেতন ক্রম - ৯৩০০ - ৩৪৮০০/- টাকা। 

৮) অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার - যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দের টাইপিং স্পীড  থাকলে আবেদনের যোগ্য। মোট শূন্যপদ - ১ ( UR - ০১)। বেতন ক্রম - ৫২০০ - ২০,২০০/- টাকা। 

৯) জুনিয়র প্রোগ্রামার -  এম.টেক (computer Science/IT/Software Engineering এ স্পেসালাইজেসান) বা এম সি এ পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য। মোট শূন্যপদ - ১৩ টি ( UR - ৬, EWS - ১, SC - ২, ST - ১, OBC - ৩)।  বেতন ক্রম - ৯৩০০ - ৩৪,৮০০/- টাকা। 

১০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার  বা ২ বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পাশরা ইঞ্জিনিয়ারিং শাখায় আবেদনের যোগ্য। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা সহ বি এস সি/ এম এস সি পাশরা সংশ্লিষ্ট শাখায় আবেদনের যোগ্য। শাখা / বিভাগ -  1. CSE/IT 2. ECE  3. MECHANICAL 4. BSE  5. EE  6. CHEMISTRY  7. PHYSICS  8. CIVIL  9. DESIGN। মোট শূন্যপদ – ২৬টি ( UR - ১১, EWS - ৩, SC - ৩, ST - ২, OBC - ৭)। বেতন ক্রম - ৫২০০ - ২০, ২০০/- টাকা।

বয়সসীমা

১ জুন, ২০২১ অনুযায়ী,  সিরিয়াল নম্বর ৬,৭ এবং ৯ এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। বাকি সব কটি সিরিয়াল নম্বরের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। 

নির্বাচন পদ্ধতি

কম্পিউটার বেসড পরীক্ষা , পদ অনুযায়ী স্কিল টেস্ট বা ল্যাবরেটরি টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

 কম্পিউটার বেসড পরীক্ষার সিলেবাস-  CLICK HERE

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ৩১ জুলাই, ২০২১ এর মধ্যে। আবেদন ও প্রসেসিং ফি বাবদ সিরিয়াল নম্বর ৬,৭ এবং ৯ এর ক্ষেত্রে ২০০০ টাকা (SC/ST/PwD হলে ১০০০ টাকা ) এবং বাকি সব কটি সিরিয়াল নম্বরের ক্ষেত্রে ১২০০ টাকা (SC/ST/PwD হলে ৮০০ টাকা ) দিতে হবে। 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক - CLICK HERE 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট- http://www.nsit.ac.in/ ।  

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ