ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রীয় বিদ্যালয় এর ইছাপুর শাখাতে শিক্ষক নিয়োগ করা হবে। কেবলমাত্র ইন্টারভিউ র মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

ইন্টারভিউর তারিখ

PGT- ১ ফেব্রুয়ারি এবং TGT- ২ ফেব্রুয়ারি, ২০২২

 

যে যে বিষয়ের পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে সেগুলি হল -
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়ো, ইংরেজি, হিন্দি, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইতিহাস, কম্পিউটার সায়েন্স, ইকোনমিকস, কমার্স এবং ট্রেন্ড প্রাইমারি টিচার।

যে যে বিষয়ের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে সেগুলি হল -
হিন্দি, ইংরেজি, গণিত, সায়েন্স, এসএসটি, সংস্কৃত।

এছাড়াও কম্পিউটার ইন্সট্রাক্টর, ড্যান্স, গেমস (বাস্কেটবল, খো খো, ভলিবল), যোগা, কাউন্সিলর, ডক্টর - নার্স প্রভৃতি পোস্টেও নিয়োগ করা হবে।

যোগ্যতা, আবেদন পত্র প্রভৃতি বিস্তারিত জানতে দেখুন kvs এর অফিসিয়াল ওয়েবসাইট https://no1ishapore.kvs.ac.in  এবং https://no2ishapore.kvs.ac.in

নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রে দেওয়া তথ্য এর ভিত্তিতে শর্ট সিলেক্টেড প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

PGT টিচার দের ইন্টারভিউ এর সম্ভাব্য তারিখ ১ ফেব্রুয়ারি, ২০২২ এবং TGT টিচার এবং অন্যান্য এর ইন্টারভিউ এর সম্ভাব্য তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২২।

চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে। অনলাইনে Kvs এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে এবং আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির স্ক্যান কপি সহ পাঠাতে হবে এই ইমেল আইডি তে - kv1ishaporeprincipal@gmail.com

আবেদন পত্রের প্রিন্ট আউট বার করে নিতে হবে কারণ পরবর্তীকালে ইন্টারভিউয়ের জন্য ডাকা হলে সেটি জমা করতে হবে।

ইন্টারভিউ নেওয়ার ঠিকানা - Kendriya Vidyalaya - No.1 Ishapore No.4, The Park, Icchapur Defence Estate, P.O. Ichapur, The Park, Sastitala, Icchapur Defence Estate, Nawabganj, 24 Parganas (North), West Bengal - 743144।

দুই দিন ইন্টারভিউ এর ক্ষেত্রে রিপোর্টিং টাইম - 
সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত। সকাল ১০.৩০টার পর ইন্টারভিউ এর জন্য আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন kvs এর অফিসিয়াল ওয়েবসাইট - https://no1ishapore.kvs.ac.in  এবং https://no2ishapore.kvs.ac.in ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ