ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রের ট্যুরিজম মন্ত্রকের অধীন স্ব-শাসিত প্রতিষ্ঠান কলকাতার  ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে IHM কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে ৯ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

1) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ৪টি (UR - 2, UR (PH) - 1, OBC - 1)
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা

2) হিন্দি ট্রান্সলেটর (কন্ট্রাকচুয়াল)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হিন্দিতে মাস্টার্স(ইংরেজি বিষয় আবশ্যিক সহ) / ইংরেজিতে মাস্টার্স(হিন্দি বিষয় আবশ্যিক সহ) / ইংরেজি মিডিয়াম এর হিন্দি আবশ্যিক সহ যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রী / হিন্দি ভাষা থেকে ইংরেজি ভাষাতে অনুবাদ  করার ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি হিন্দি ভাষা টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
পারিশ্রমিক - মাসিক মোট ২৫,০০০/- টাকা 

3) অ্যাসিস্ট্যান্ট লেকচারার কাম অ্যাসিস্ট্যান্ট ইন্সট্রাক্টর
শূন্যপদ - ৮টি (UR - 4, UR(EWS) - 1, OBC - 2, ST - 1)
যোগ্যতা - ক) ক্যাটাগরি এ
হসপিটালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ টুরিজ্যম এ এমবিএ
NCHMCT বা NCHMCT এফিলিয়েটেড ইনস্টিটিউট/AICTE/ স্টেট বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন / ইউজিসি বা সমতুল্য স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫% নম্বর সহ হোটেল অ্যাডমিনিস্ট্রেশন/হসপিটালিটি ম্যানেজমেন্ট/হোটেল ম্যানেজমেন্ট/হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন/কুলিনারি আর্টস/ কুলিনারি সায়েন্স এ তিন বছরের ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে।
তবে অবশ্যই NCHMCT দ্বারা পরিচালিত NHTET কোয়ালিফায়েড হতে হবে। 

খ) ক্যাটাগরি বি
কমপক্ষে ৫৫% নম্বর সহ হোটেল অ্যাডমিনিস্ট্রেশন/হসপিটালিটি/হোটেল ম্যানেজমেন্ট/কুলিনারি আর্টস এ ফুল টাইম ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা

 

निम्नलिखित पदों पर नियुक्ति के लिए अधिसूचना | Notification for appointment for the following posts     अधिसूचना | Notification

i)   सहायक व्याख्याता सह सहायक प्रशिक्षक | Assistant Lecturer-cum-Assistant instructor    ई-आवेदन | e-Application
ii)  लोअर डिविजन क्लर्क | Lower Division Clerk    ई-आवेदन | e-Application
iii) हिंदी अनुवादक | Hindi Translator   ई-आवेदन | e-Application

নির্বাচন পদ্ধতি


১ এবং ৩ নম্বর পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। ২ নং পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে IHM কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.ihmkol.org এ ৯ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

আবেদন ফি ৫০০/- টাকা। আবেদন মূল্য জমা করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে এই ঠিকানায় -
Name of Bank Account - INS OF HOTEL MAN CAT TEC & APP NUT (CAL) S
Name of Bank - HDFC, New Alipore Branch
Account No. 50100189547716
IFSC Code - HDFC0000040

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IHM কলকাতার অফিসিয়াল ওয়েবসাইট www.ihmkol.org

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ