ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কেন্দ্রের অর্থ মন্ত্রকের অধীনস্থ সংস্থা নাসিকের কারেন্সি নোট প্রেসে অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, জুনিয়র টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - CNPN/HR/Rect./01/2021। আবেদন করতে হবে অনলাইনে ২৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

View Details        

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) ওয়েলফেয়ার অফিসার
শূন্যপদ - ১টি 
যোগ্যতা - সোশ্যাল সায়েন্স এ ডিগ্রী/ডিপ্লোমা থাকতে হবে : ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ওয়েলফেয়ার এবং পার্সোনেল ম্যানেজমেন্ট এ স্পেশালাইজড সহ সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রী/মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে (M.S.W) পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/লেবার ল অ্যান্ড লেবার ওয়েলফেয়ার এ মাস্টার্স ডিগ্রী/লেবার ওয়েলফেয়ার এবং পার্সোনেল ম্যানেজমেন্ট এ স্পেশালাইজড সহ সোশ্যাল ওয়ার্কে মাস্টার ডিগ্রী/পার্সোনেল ম্যানেজমেন্ট এর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনে মাস্টার ডিগ্রী অথবা লেবার স্টাডিজ/সোশ্যাল সার্ভিস, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন ও পার্সোনেল ম্যানেজমেন্ট সহ অ্যাডমিনিস্ট্রেশন/ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার ওয়েলফেয়ার এবং পার্সোনেল ম্যানেজমেন্ট এ স্পেশালাইজড সহ সোশ্যাল ওয়ার্কের সোশ্যাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা থাকতে হবে।
তবে ডিগ্রী/ডিপ্লোমা মহারাষ্ট্র সরকারের স্বীকৃতি প্রাপ্ত হতে হবে এবং মারাঠি ভাষাতে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৯,৭৪০/- টাকা - ১,০৩,০০০/- টাকা

২) সুপারভাইজার (টেকনিক্যাল কন্ট্রোল)
শূন্যপদ - ১০টি 
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং) এ প্রথম শ্রেণীর নম্বর সহ ফুল টাইম ডিপ্লোমা অথবা বি.টেক/বি. ই/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা

৩) সুপারভাইজার (টেকনিক্যাল - অপারেশন - প্রিন্টিং)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং (প্রিন্টিং) এ প্রথম শ্রেণীর নম্বর সহ ফুল টাইম ডিপ্লোমা অথবা বি.টেক/বি. ই/বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা

৪) সুপারভাইজার (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হিন্দি/ইংরেজি ভাষাতে মাস্টার ডিগ্রী / গ্র্যাজুয়েট হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অনুবাদক হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৭,৬০০/- টাকা - ৯৫,৯১০/- টাকা

৫) সেক্রেটারিয়েল অ্যাসিস্ট্যান্ট 
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে স্টেনোগ্রাফিতে হিন্দি/ইংরেজিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ এবং প্রতি মিনিটে ৪০টি হিন্দি/ ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতার পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২৩,৯১০/- টাকা - ৮৫,৫৭০/- টাকা

৬) জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট 
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৪০টি ইংরেজি শব্দ/প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতার পাশাপাশি কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ২১,৫৪০/- টাকা - ৭৭,১৬০/- টাকা

৭) জুনিয়র টেকনিশিয়ান (প্রিন্টিং/কন্ট্রোল)
শূন্যপদ - ১০৪টি
যোগ্যতা - প্রিন্টিং ট্রেডে আই টি আই সার্টিফিকেট/লেটার প্রেস মেশিন মাইন্ডার/অফসেট প্রিন্টিং/প্লেট মেকিং/ইলেকট্রোপ্লেটিং/প্লেট মেকার কাম ইম্পস্টার হিসেবে ফুল টাইম আই টি আই সার্টিফিকেট/হ্যান্ড কম্পজিং সহ NCVT থেকে এক বছরের NAC সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা

৮) জুনিয়র টেকনিশিয়ান (ওয়ার্কশপ)
ক) মেকানিকাল
শূন্যপদ - ৮টি

খ) এয়ার কন্ডিশনিং
শূন্যপদ - ২টি

গ) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৭টি

ঘ) ইলেকট্রনিক্স
শূন্যপদ - ৪টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট এবং NCVT থেকে এক বছরের NAC সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,৭৮০/- টাকা - ৬৭,৩৯০/- টাকা

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই নির্দিষ্ট ক্যাটাগরি গুলির  জন্য সরকারি নিয়ম বিধি অনুযায়ী বয়সের ছাড় আছে।


নির্বাচন পদ্ধতি


প্রতিটি পোস্টের ক্ষেত্রেই অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তবে ক্রমিক নং ৫ ও ৬ নং পোস্টের ক্ষেত্রে পরীক্ষার পাশাপাশি টাইপিং টেস্টও নেওয়া হবে। অনলাইনে প্রতিটি পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। কোনো নেগেটিভ মার্কিং নেই। 

কলকাতা সহ নাসিক, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লী এবং ভোপালে পরীক্ষা কেন্দ্র আছে।
অনলাইন পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে সিএনপি, নাসিক রোডের অফিসিয়াল ওয়েবসাইট https://cnpnashik.spmcil.com এ ২৫ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

 Click Here to Apply Online 

পরীক্ষার ফি ও ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবলমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ২০০/- টাকা জমা করতে হবে। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/IMPS/ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেটের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সিএনপি, নাসিক রোডের অফিসিয়াল ওয়েবসাইট https://cnpnashik.spmcil.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ