ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যের বিভিন্ন কো-অপারেটিভ ব্যাঙ্কে ক্লার্ক ও অফিসার সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে ওয়েস্টবেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে। আবেদন করতে হবে অনলাইনে ২১ জানুয়ারি, ২০২২ এর মাধ্যমে ওয়েস্টবেঙ্গল কো অপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। 

মোট ২ টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কোন ব্যাঙ্কে কোন যোগ্যতায় কোন পোস্টে নিয়োগ করা হবে, কেমন কি বেতন, কীভাবে নিয়োগ করা হবে, আবেদন করবেন কীভাবে - এই সমস্ত তথ্য পরপর দেওয়া হয়েছে। 

ব্যাঙ্ক অনুযায়ী শূন্যপদ, যোগ্যতা ও বেতন

(বিজ্ঞপ্তি নম্বর ০৪/২০২১)

Advertisement No.04/2021

 

Sl. No

 

Name of the Institution

 

Name of the Post

 

No. of Vacancies

 

Post Code

Qualification & Experiences

as asked

Total Initial Salary

()

 

1

 

Bankura District Central Co-operative Bank Ltd.

 

Grade – II Scale -II

SC-01 OBC(B)-01

 

214001

1. Graduate with 50% aggregate.

2. BCK

 

₹ 68,703.00

 

2

 

Bankura District Central Co-operative Bank Ltd.

 

Grade – II Scale -I

 

SC-01

 

214002

 

1.B.com 2.BCK

 

₹ 51,652.00

 

 

3

The West Bengal State Handloom Weavers' Co-operative Society Ltd. (Tantuja)

 

Procuremen t Officer (Tech)

 

 

UR-01

 

 

214003

1. Diploma in Handloom & Textile from recognised Institution

2. BCK

3. Experience of 2 years

 

 

₹ 49,490.00

 

 

4

 

The West Bengal State Handloom Weavers' Co-operative Society Ltd. (Tantuja)

 

 

Marketing Officer

 

 

UR-01 ST-01

 

 

214004

1.Honours Graduate. 2.MBA/PGDM

(Marketing) 3.BCK

4.Experience in 2 years in Marketing Managerial post

 

 

₹ 49,490.00

 

 

5

The West Bengal State Handloom Weavers' Co-operative Society Ltd. (Tantuja)

 

Assistant Manager (Marketing)

 

UR-01 ST-01

 

 

214005

1.Honours Graduate. 2.BCK

3. 2 years’ experience in Sales and Marketing

 

 

₹ 46,385.00

 

 

 

6

 

 

Tamluk Co-operative Agriculture and Rural Development Bank Ltd.

 

 

 

Gr.- IIA

Manager

 

 

 

UR-02

 

 

 

214006

1.60% both in H.S. and Graduatation

2.C.A. (Inter)/ICWA (Inter)

3. BCK

4. Experience minimum 2 years as Manager/ Accountant in

Co-operative Bank

 

 

 

₹ 43,024.00

 

7

The West Bengal State Handloom Weavers' Co-operative Society Ltd. (Tantuja)

 

Junior Marketing Officer

 

UR-01 ST-01

 

214007

 

1.   Graduate in any Discipline

2. BCK

 

₹ 37,415.00

 

8

The West Bengal State Handloom Weavers'

Co-operative Society Ltd. (Tantuja)

Junior Procurement Officer

 

UR-01

 

214008

 

1.Graduate in any Discipline 2.BCK

 

₹ 37,415.00

 

9

Nabagram Peoples'

Co-operative Credit Bank Ltd.

 

Officer (Scale-I)

 

UR-01

 

214009

1. B.Tech / M.Tech in software/ hardware

2. Knowledge in Developing Software packages

 

₹ 28,532.00

 

ব্যাঙ্ক অনুযায়ী শূন্যপদ, যোগ্যতা ও বেতন

(বিজ্ঞপ্তি নম্বর ০৫/২০২১)

Advertisement No.05/2021

 

Sl. No

 

Name of the Institution

 

Name of the Post

 

No. of Vacancies

 

 

Post Code

 

Qualification & Experiences

as asked

Total Initial Salary ()

 

1

 

Kolkata Police

Co-operative Bank Ltd.

Lower Division Assistant

 

UR-11

 

215001

1. B. Com (Hons’) with 50% marks

2.   BCK Preferably MCA

 

₹ 26,605.00

 

2

 

Durgapur Steel Peoples' Co-operative Bank Ltd.

 

Assistant (Gr.III)

UR-04 OBC(B)-01

S.C.-01

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

215002

 

1.Graduate 2.BCK

 

₹29,544.00

(approx.)

 

 

 

 

 

3

 

 

 

 

Burdwan Co-operative Agriculture and Rural Development Bank Ltd.

 

 

 

Field Supervisor/ Office Assistant (Grade-III)

 

 

 

 

UR-01 SC-01

 

 

 

 

1.Graduate 2.BCK

Consolidate pay

₹ 20,000/ pm. After successful completion of 3 years of service entitled for pay scale of Grade -III. Gross Salary

₹ 26971.00

 

4

The West Bengal State Handloom Weavers'

Co-operative Society Ltd. (Tantuja)

 

Office Assistant

 

UR-02 SC-01

1.   Graduate in any Discipline

2. BCK

 

₹ 26,605.00

 

5

The West Bengal State Handloom Weavers'

Co-operative Society Ltd. (Tantuja)

Marketing Procurement Assistant

 

UR-01 SC-01

1.   Graduate in any Discipline

2. BCK

 

₹ 26,605.00

 

6

The West Bengal State Handloom Weavers'

Co-operative Society Ltd. (Tantuja)

 

Technical Assistant

 

UR-02

1.   Graduate in any Discipline

2. BCK

 

₹ 26,605.00

 

7

Nabagram Peoples'

Co-operative Credit Bank Ltd.

Computer/ Cash Clerk

UR-02

1.Graduate/Post Graduate 2.BCK

 

₹ 25,760.00

 

 

 

 

 

 

₹ 25729.00

8

Bankura District Central Co-operative Bank Ltd.

Grade-III

SC-02 OBC(B)-01

 

1.Graduate 2.BCK

+ Cash allowance/Field

Allowance as

 

 

 

 

215002

 

applicable

 

 

 

 

1. Graduate from any

 

 

Arambag Co-operative

 

 

 

recognized University

 

9

Agriculture and Rural Development Bank Ltd.

Supervisor

UR-03

 

2.  BCK

3. Ability to drive Two-

₹ 16,400.00

 

 

 

 

 

wheeler

 

 

নির্বাচন পদ্ধতি


বিজ্ঞপ্তি নম্বর - 04/2021 অনুযায়ী প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। অনলাইনে মোট দুটি পেপারের পরীক্ষা নেওয়া হবে। পেপার - ১ এ যে যে বিষয় থাকবে সেগুলি হল - ইংরেজি, বাংলা, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টাটিভ আপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি। প্রতিটি বিষয়ে ৩০ নম্বর করে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। MCQ টাইপ প্রশ্ন করা হবে। সময় সীমা ২ ঘণ্টা।
পোস্ট কোড অনুযায়ী পেপার - ২ এ বিষয়ের পরীক্ষা হবে। MCQ টাইপ প্রশ্ন করা হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষার সময় সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। একই দিনে দুটি পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - 05/2021 অনুযায়ী প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে। এই ক্ষেত্রে অনলাইনে কেবল একটি পেপারেরই পরীক্ষা দিতে হবে। তবে পোস্ট কোড অনুযায়ী বিষয়গুলি আলাদা আছে। 215001 পোস্ট কোড অনুযায়ী যে বিষয়গুলি আছে সেগুলি হল - ইংরেজি, বাংলা, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টাটিভ আপটিটিউড, রিসনিং টেস্ট এবং অ্যাকাউন্টটেন্সি। 
215002 পোস্ট কোড অনুযায়ী যে বিষয়গুলি আছে সেগুলি হল - ইংরেজি, বাংলা, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টাটিভ আপটিটিউড এবং রিসনিং টেস্ট।
দুটি ক্ষেত্রেই মোট ১৫০ নম্বরের পরীক্ষার সময় সীমা ২ ঘণ্টা। MCQ টাইপ প্রশ্ন করা হবে। নেগেটিভ মার্কিং আছে। প্রতি ভুল উত্তরের জন্য ১/৪ অংশ নম্বর কাটা যাবে।
এছাড়াও কম্পিউটারের প্র্যাক্টিক্যাল টেস্ট দিতে হবে।
পেপার - ১ এর প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধা তালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে WEBCSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org  এ ২১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

আবেদনের সময় প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।

প্রসেসিং এবং এক্সামিনেশন ফি বাবদ মোট আবেদন ফি ৬৫০/- টাকা। তবে এসসি/এসটির ক্ষেত্রে কেবল প্রসেসিং ফি বাবদ  ২৫০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WEBCSC এর অফিসিয়াল ওয়েবসাইট www.webcsc.org বা যোগাযোগ করতে পারেন - 9903755050/9903761050/9903741050 বা ইমেল পাঠাতে পারেন এই ঠিকানায় - helpdeskwbcs2020@gmail.com।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ