ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় কাঁচ ও সেরামিক গবেষণা সংস্থার কলকাতা ও অন্যান্য শাখায় অ্যাসিস্ট্যান্ট ও স্টেনো নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 01/2021। নির্বাচিত প্রার্থীদের কলকাতার প্রধান কার্যালয় সহ খুর্জা ও নারদা শাখাতেও নিয়োগ করা হবে।

ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে ১৫আগস্ট, ২০২১ এর মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। 


পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র স্টেনোগ্রাফার (ইংরেজি/হিন্দি) - কম্পিউটার ও স্টেনোগ্রাফিতে দক্ষতা সহ যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। শূন্যপদ ৫টি (UR - ৪, SC - ১)। শুরুতে মাসিক বেতন প্রায় ৩৮,০০০/- টাকা। 

(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল)- যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দের টাইপিং স্পীড থাকলে আবেদনের যোগ্য। কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।  মোট শূন্যপদ - ৭ টি ( UR - ৫,  SC - ১, OBC - ১) *(এর মধ্যে এক্স সার্ভিসম্যান এর জন্য একটি পদ সংরক্ষিত)।  শুরুতে মাসিক বেতন প্রায় ৩০,০০০/- টাকা।

 (৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ( এফ অ্যান্ড এ ) - অ্যাকাউন্টেসি নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দের টাইপিং স্পীড থাকলে আবেদনের যোগ্য।  কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।   শূন্যপদ ৩ টি ( UR - ৩)।  শুরুতে মাসিক বেতন প্রায় ৩০, ০০০ টাকা।

(৪) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (স্টোরস অ্যান্ড পার্চেজ) - যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দের টাইপিং স্পীড থাকলে আবেদনের যোগ্য।  কম্পিউটারে কাজের জ্ঞান থাকতে হবে।   শূন্যপদ৩ টি ( UR - ৩)। শুরুতে মাসিক বেতন প্রায় ৩০,০০০/- টাকা।  

ওপরে উল্লেখিত জুনিয়র স্টেনোগ্রাফার  পোস্টের ক্ষেত্রে কেবল বয়সের উর্ধ্বসীমা ২৭বছর এবং বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হল ২৮বছর। তবে এস সি/ এস টি হলে ৫বছর, ও বি সি হলে ৩বছর, প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০বছর, এস সি/এস টি + প্রতিবন্ধীর ক্ষেত্রে ১৫বছর , ও বি সি + প্রতিবন্ধী হলে ১৩বছর এবং মহিলাদের বিশেষ কিছু ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় আছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি  CLICK HERE

নির্বাচন পদ্ধতি


প্রত্যেকটি পোস্টের জন্যই  স্কিল টেস্ট ও লিখিত পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদগুলির ক্ষেত্রে লিখিত পরীক্ষার দুটি পেপার আছে। সেগুলি হল -
Paper 1 - Mental Ability
Paper 2 - General Awareness & General language
প্রথম পেপারে ন্যূনতম নম্বর পেলে তবেই দ্বিতীয় পেপারের খাতা দেখা হবে । প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই চূড়ান্ত মেধা তালিকা তৈরী হবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে।

আবেদনের পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ১৫ আগস্ট, ২০২১ এর মধ্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে -  www.cgcri.res.in  । আবেদনের ফি  ১০০ টাকা। তবে এস সি/ এস টি / মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদনের ফি লাগবে না। 

আবেদনের অফিসিয়াল লিঙ্ক CLICK HERE

আবেদন সম্পূর্ণ হলে ফি জমা দেওয়ার ই রিসিট এবং আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি পরে কাজে লাগবে। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন  সি এস আই আর এর অফিসয়াল ওয়েবসাইট

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ