ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মি তে অফিসার পদে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ১৯আগস্ট, ২০২১ এর মধ্যে। ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি- CLICK HERE

যোগ্যতা 

যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৯ আগস্ট, ২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। 

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষা - এই তিনটি ধাপে প্রার্থী বাছাই করা হবে। পশ্চিমবঙ্গে কলকাতা ও দার্জিলিং এ লিখিত পরীক্ষার কেন্দ্র রয়েছে। 

প্রথমে  অনলাইনে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার তারিখ ২৬সেপ্টেম্বর, ২০২১। অবজেক্টিভ টাইপের মোট ২০০ নম্বরের প্রশ্ন হবে। সময়সীমা ৪ ঘণ্টা। পরীক্ষার সংক্ষিপ্ত বিবরণী নীচে দেওয়া হল - 

1) Paper 1 ( Total 100 marks, time duration 2 hrs ) -

  1. a) Part 1 - Reasoning (50 marks)
  2. b) Part 2 - Elementary Mathematics ( 50 marks)

2) Paper 2 ( Total 100 marks, time duration 2 hrs) -

  1. a) Part 1 - General knowledge (50 marks)
  2. b) Part 2 - English (50 marks)

পরীক্ষাতে নেগেটিভ মার্কিং আছে। পাশ করার জন্য প্রতিটি পেপারের প্রতি পার্ট-এ কমপক্ষে ৪০% এবং সব মিলিয়ে ৫০% নম্বর পেতে হবে।

এই পরীক্ষার নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার নম্বর ও ইন্টারভিউয়ের ফলাফল অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের সার্ভিস সিলেকশন বোর্ড ও মেডিক্যাল বোর্ড টেস্ট এর জন্য ডাকা হবে। তার ফলাফল অনুযায়ী প্রার্থীদের চূড়ান্ত নির্বাচন করা হবে।

বেতনক্রম

 

র‍্যাঙ্ক অনুযায়ী বেতনক্রম

১) লেফটেন্যান্ট - ৫৬,১০০ - ১,৭৭,৫০০/-

২) ক্যাপ্টেন - ৬১,৩০০/- - ১,৯৩,৯০০/-

৩) মেজর - ৬৯,৪০০/- - ২,০৭,২০০/-

৪) এলটি. কলনেল - ১,৩০,৬০০/- - ২,১৫,৯০০/-

৫) ব্রিগেডিয়ার - ১,৩৯,৬০০/- - ২,১৭,৬০০/-

আবেদন পদ্ধতি 

আবেদনকারীকে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.jointerritorialarmy.gov.in  তে ১৯আগস্ট, ২০২১ এর মধ্যে আবেদন করতে হবে। আবেদনের ফি ২০০টাকা।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.jointerritorialarmy.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ