ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : অফিস অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (NCSM)। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022। ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। 
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ মার্চ, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন - গ্র্যাজুয়েট দের IIT তে চাকরি, এই সুযোগ মিস করবেন না

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) কিউরেটর 'B' (কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিকাল) 

শূন্যপদ - ৫টি (UR-4, ST-1)
যোগ্যতা - প্রথম শ্রেণীর এম.এসসি বা প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রীর পাশপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা 
অথবা সায়েন্স কমিউনিকেশনে (পোস্ট এম.এসসি/বি.ই/বি.টেক) প্রথম শ্রেণীর এম.এসসি বা প্রথম শ্রেণীর বি.ই/বি.টেক ডিগ্রী 

অথবা ইঞ্জিনিয়ারিং এ এম.টেক/এম.ই/এম.এস ডিগ্রী বা সায়েন্স/ইঞ্জিনিয়ারিং এ পি.এইচ.ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

আরও পড়ুন - গ্রুপ সি পোস্টে মোট ১৫৩১ জন কর্মী নিয়োগ

২) অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (AEE)

শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ প্রথম শ্রেণীর ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

আরও পড়ুন - ব্যাঙ্ক নোট প্রেসে কর্মী নিয়োগ

৩) সেকশন অফিসার (SO)


শূন্যপদ - ২টি (UR)
যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে  ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

 আরও পড়ুন - এখনই চাকরি চাই ? আবেদন করুন এই ১০ টি কোম্পানিতে

৪) অফিস অ্যাসিস্ট্যান্ট

 
শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ হলেই আবেদনের যোগ্য।
বয়স - বয়স হতে হবে  ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ছাড় আছে।

View & Download Detail  Advertisement and Application Format

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৫ মার্চ, ২০২২ এর মধ্যে। প্রথমে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট https://ncsm.gov.in/recruitment/  থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। তারপর সেই আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' The Controller of Administration, National Council of Science Museums, Block -33GN, Sector - V, Saltlake, Kolkata - 700091 '
 

ক্রমিক  ১ ও ২ নং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০০/- টাকা এবং ক্রমিক ৩ ও ৪ নং পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ এক্স - সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে ব্যাঙ্কের মাধ্যমে। 
টাকা জমা করার ঠিকানা - Indian Overseas Bank
A/c number - 164201000000491
A/c type - Savings
IFSC code - IOBA0001642
MICR Code - 700020049
Branch Address - Sector V, Saltlake, Kolkata - 700091
আবেদন পত্র ডাকের মাধ্যমে পাঠানোর সময় টাকা জমা করার রিসিট পাঠাতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট - www.ncsm.gov.in  বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - recruitment 2022@ncsm.gov.in এ বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - #(033) 23579347/0850/5545/6008।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ