ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক :   বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করছে রেলটেল কর্পোরেশন । এই নিয়োগের  বিজ্ঞপ্তি নম্বর - RCIL/2020/P&A/44/4। আবেদন করতে হবে অনলাইনে রেলটেলের অফিসিয়াল ওয়েবসাইটে ২৩ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য 


গ্রুপ - I এর পোস্টগুলি হল - 


১) ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল)


শূন্যপদ - ২৪টি (OBC (NCL) - 9, SC - 8, ST -7) 
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন এ বি.ই/বি.টেক/বি.এসসি (Engg) ডিগ্রী অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

২) ডেপুটি ম্যানেজার (ইলেকট্রিক্যাল)


শূন্যপদ - ১টি (ST - 1)
যোগ্যতা - ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রিক্যাল আছে সেই বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি (Engg) ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

৩) ডেপুটি ম্যানেজার (সিভিল)


শূন্যপদ - ১টি (OBC (NCL) - 1)
যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে সিভিল আছে সেই বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি (Engg) ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

৪) ডেপুটি ম্যানেজার (মার্কেটিং)


শূন্যপদ - ৬টি (OBC (NCL) - 4, SC - 2)
যোগ্যতা - বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং শাখাতে ব্যাচেলর ডিগ্রী ও মার্কেটিং/টেলিকম/আই টি বা সমতুল্য বিষয়ে স্পেশালাইজেশন সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এ এমবিএ/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (২ বছরের) থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

৫) ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স)


শূন্যপদ - ৪টি (OBC (NCL) - 2, ST - 2)
যোগ্যতা - CA/ICWA (CMA) ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

৬) ডেপুটি ম্যানেজার (লিগাল)


শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - LLB ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

 

গ্রুপ - II এর পোস্টগুলি হল - 


৭) ডেপুটি ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও MCSA এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

৮) ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও MCSA এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

৯) সিনিয়র ম্যানেজার (ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা ও MCSE এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ সালের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা

১০) ডেপুটি ম্যানেজার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ - ৬টি (OBC (NCL) - 2, SC - 1, ST -2, PWD - 1) 
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও VMware এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা


১১) ম্যানেজার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও VMware এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১২) সিনিয়র ম্যানেজার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা ও VMware এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ সালের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা

১৩) ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)


শূন্যপদ - ৪টি (OBC (NCL) - 2, SC - 1, PWD - 1) 
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও CEH সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

১৪) ম্যানেজার (সিকিউরিটি)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও CEH সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৫) সিনিয়র ম্যানেজার (সিকিউরিটি)


শূন্যপদ - ২টি (UR - 1, OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা ও CISSP সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ সালের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা

১৬) ডেপুটি ম্যানেজার (নেটওয়ার্ক)


শূন্যপদ - ৩টি (OBC (NCL) - 2, SC - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা ও CCNA/JNCIPJunos সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০০১ সালের মধ্যে।
বেতনক্রম - ৪০,০০০/- টাকা - ১,৪০,০০০/- টাকা

১৭) ম্যানেজার (DevOps)


শূন্যপদ - ৩টি (UR - 1, OBC (NCL) - 1, SC - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও DevSecOps এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৮) ম্যানেজার (আই টি)


শূন্যপদ - ১টি (UR)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও OCA এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৩ বছর থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৯ সালের মধ্যে।
বেতনক্রম - ৫০,০০০/- টাকা - ১,৬০,০০০/- টাকা

১৯) সিনিয়র ম্যানেজার (আই টি)


শূন্যপদ - ১টি (OBC (NCL) - 1)
যোগ্যতা - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম/টেলিকম/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন/ইনফরমেশন টেকনোলজি/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স অথবা ইঞ্জিনিয়ারিং এর অন্য যে কোন শাখাতে যেখানে ইলেকট্রনিক্স আছে, যেমন - ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রনিক্স এ এম.এসসি বা এমসিএ বা সমতুল্য ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা ও OC Professional এর সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৭ বছর থেকে ৩৪ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৪ ফেব্রুয়ারি, ১৯৮৮ থেকে ২৩ ফেব্রুয়ারি, ১৯৯৫ সালের মধ্যে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী এসসি/এসটির জন্য ৫ বছর, ওবিসি (NCL) এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রবেশন পিরিয়ড - ২ বছর।
সার্ভিস এগ্রিমেন্ট - ৩ বছর।

নির্বাচন পদ্ধতি 


অনলাইনে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। লিখিত পরীক্ষার মোট নম্বর - ১৫০ এবং সময় সীমা - ২ ঘণ্টা। MCQ টাইপ প্রশ্ন করা হবে। কোন নেগেটিভ মার্কিং নেই। প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি ভাষাতে করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল জ্ঞানের উপর ভিত্তি করে ১০০ নম্বরের প্রশ্ন হবে এবং General Knowledge, Numerical Ability, Reasoning এবং Apptitude Test ইত্যাদি বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন থাকবে। ইন্টারভিউতে থাকবে ৫০ নম্বর। এছাড়াও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে।

কলকাতা সহ মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লী/NCR প্রভৃতি জায়গায় পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।
পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে রেলটেলের অফিসিয়াল ওয়েবসাইট www.railtelindia.com  বা https://railtel.cbtexam.in  এ ২৩ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।
আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদি, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে আবেদন করার আগে ওয়েবসাইটে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদনকারী প্রতি গ্রুপের সর্বোচ্চ একটি পোস্টে আবেদন করতে পারবেন। একাধিক পোস্টে আবেদন করতে চাইলে পৃথকভাবে করতে হবে।

আবেদন মূল্য ১২০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৬০০/- টাকা। টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/UPI/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন রেলটেলের অফিসিয়াল ওয়েবসাইট www.railtelindia.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ