ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সেন্ট্রাল রেলওয়ের বিভিন্ন ট্রেডে মোট ২৪২২জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RRC/CR/AA/2022। আবেদন করতে হবে অনলাইনে RRC এর অফিসিয়াল ওয়েবসাইটে ১৬ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 অনুযায়ী।  ট্রেনিং পিরিয়ড - ১ বছর।

 

যোগ্যতা

কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ বা সমতুল্য এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT দ্বারা স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অথবা NCVT/SCVT দ্বারা স্বীকৃত প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে।
এছাড়াও শারীরিকভাবে সক্ষম হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৭ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৫ বছরের ঊর্ধ্ব থেকে ২৪ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড -  Apprenticeship Rules 1992 অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

যে যে স্থানে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
ক) মুম্বাই ক্লাস্টার
১) ক্যারিয়েজ ও ওয়াগন ওয়াডি বান্ডার
আসন সংখ্যা - ২৫৮টি
২) কল্যাণ ডিজেল শেড
আসন সংখ্যা - ৫০টি
৩) কুরলা ডিজেল শেড
আসন সংখ্যা - ৬০টি
৪) SR.DEE (TRS) কল্যাণ
আসন সংখ্যা - ১৭৯টি
৫) SR.DEE (TRS) কুড়লা
আসন সংখ্যা - ১৯২টি
৬) পারেল ওয়ার্কশপ
আসন সংখ্যা - ৩১৩টি
৭) মাতুঙ্গা ওয়ার্কশপ
আসন সংখ্যা - ৫৪৭টি
৮) এস অ্যান্ড টি ওয়ার্কশপ বাইকুল্লা
আসন সংখ্যা - ৬০টি

খ) ভুসাওয়াল ক্লাস্টার
১) ক্যারিয়েজ ও ওয়াগন ডিপো
আসন সংখ্যা - ১২২টি
২) ইলেকট্রিক লোকো শেড
আসন সংখ্যা - ৮০টি
৩) ইলেকট্রিক লোকোমোটিভ ওয়ার্কশপ
আসন সংখ্যা - ১১৮টি
৪) মন্মদ ওয়ার্কশপ
আসন সংখ্যা - ৫১টি
৫) TMW নাসিক রোড
আসন সংখ্যা - ৪৭টি

গ) পুনে ক্লাস্টার
১) ক্যারিয়েজ ও ওয়াগন ডিপো
আসন সংখ্যা - ৩১টি
২) ডিজেল লোকোশেড
আসন সংখ্যা - ১২১টি

ঘ) নাগপুর ক্লাস্টার
১) ইলেকট্রিক লোকো শেড, আজনি
আসন সংখ্যা - ৪৮টি
২) ক্যারিয়েজ ও ওয়াগন ডিপো
আসন সংখ্যা - ৬৬টি

ঙ) সোলারপুর ক্লাস্টার
১) ক্যারিয়েজ ও ওয়াগন ডিপো
আসন সংখ্যা - ৫৮টি
২) কুর্দুয়াদি ওয়ার্কশপ
আসন সংখ্যা - ২১টি

নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রে দেওয়া শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক এবং সংশ্লিষ্ট ট্রেডের আই টি আই এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরী করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে RRC এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrccr.com  এ ১৬ ফেব্রুয়ারি, ২০২২ (বিকেল ৫টা) এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ মহিলাদের ক্ষেত্রে আবেদন ফি জমা করতে লাগবে না। আবেদন মূল্য জমা করা যাবে অনলাইনে ডেবিট/ক্রেডিট/নেট ব্যাঙ্কিং/SBI চালান এর মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RRC এর অফিসিয়াল ওয়েবসাইট www.rrccr.com  বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 022-6745-3140 (রবিবার ও ছুটির দিন বাদে) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - act.apprentice@rrccr.com।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ