ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (RBI) ম্যানেজার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1A/2021 - 22। আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইটে ৪ ফেব্রুয়ারি, ২০২২ (সন্ধ্যে ৬টা) এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

অফিসিয়াল বিজ্ঞপ্তি -   PDF document (976 kb) 

সংশোধনী বিজ্ঞপ্তি   PDF document (373 kb) 


১) লিগাল অফিসার (গ্রেড ' বি ')
শূন্যপদ - ২টি (UR - 1, OBC - 1)
যোগ্যতা - UGC এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত প্রাপ্ত যে কোন কলেজ/বিশ্ববিদ্যালয়/ইন্সটিটিউশন থেকে কমপক্ষে ৫০% নম্বর (এসসি/এসটি/প্রতিবন্ধী এর ক্ষেত্রে ৪৫% নম্বর) সহ ল তে ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে।

২) ম্যানেজার (টেকনিক্যাল - সিভিল)
শূন্যপদ - ৬টি (UR - 3, SC -1, ST - 1, OBC - 1)
যোগ্যতা (সংশোধিত বিজ্ঞপ্তি ২০ জানুয়ারি, ২০২২ অনুযায়ী) - কমপক্ষে ৬০% নম্বর (এসসি/এসটির ক্ষেত্রে ৫৫% নম্বর) সহ সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

৩) ম্যানেজার (টেকনিক্যাল - ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৩টি (UR - 1, SC - 1)
যোগ্যতা (সংশোধিত বিজ্ঞপ্তি ২০ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ) - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
এ কমপক্ষে ৬০% নম্বর (এসসি/এসটির ক্ষেত্রে ৫৫% নম্বর) সহ বি.ই/বি.টেক ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

৪) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (গ্রেড - এ)
শূন্যপদ - ১টি (UR - 1)
যোগ্যতা - আর্টস/কমার্স/সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রী এবং লাইব্রেরী সায়েন্স/লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

৫) আর্কিটেক্ট (গ্রেড এ)
শূন্যপদ - ১টি (UR - 1)
যোগ্যতা - আর্কিটেকচার এ ব্যাচেলর ডিগ্রী ও কাউন্সিল অফ আর্কিটেকচারে রেজিস্ট্রার্ড এবং অটো - ক্যাড এ কাজের জ্ঞান থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

৬) কিউরেটর (RBI মিউজিয়াম)
শূন্যপদ - ১টি (UR - 1)
যোগ্যতা - ইতিহাস/অর্থনীতি/ফাইন আর্টস/আর্কেওলজি/ মিউজিওলজি/নিউমিস্টাটিকস বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ দ্বিতীয় শ্রেণীর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছর থেকে ৫০ বছরের মধ্যে।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির জন্য বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। তবে পোস্ট অনুযায়ী লিখিত পরীক্ষার ধরণ, নম্বর, সময়সীমা এবং বিষয় ভিন্ন।
ক্রমিক নং ৬ পোস্টের জন্য ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। তবে আবেদন পত্রে দেওয়া তথ্যাদির ভিত্তিতে যে সকল প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে কেবল তারাই ইন্টারভিউ দিতে পারবেন।

ক্রমিক নং ৫ ও ৬ নং পোস্ট ছাড়া বাকি সব পোস্টগুলির লিখিত পরীক্ষার পরীক্ষাকেন্দ্র কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যে আছে।
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ মার্চ, ২০২২।

পরীক্ষার দুই সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড RBI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে RBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in  এ ৪ ফেব্রুয়ারি, ২০২২ (সন্ধ্যে ৬টা) এর মধ্যে।

ইন্টিমেশন চার্জ বাবদ আবেদন ফি ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে কেবল ইন্টিমেশন চার্জ বাবদ ১০০/- টাকা জমা করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন RBI এর অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ