ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (NPCIL) এ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NPCIL/Kaiga Site/HRM/01/2022। আবেদন করতে হবে অনলাইনে ২ মার্চ, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট - সি
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মেকানিকাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা অথবা বি.এসসি ডিগ্রী (ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স বিষয়ের কম্বিনেশন থাকতে হবে) পাশ এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে এক বছরের ডিপ্লোমা/সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ল্যাটেরাল এন্ট্রিতে ডিপ্লোমা পাশ করলেও তারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন না।
বয়স - বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতন - ৪৪,৯০০/- টাকা

২) নার্স - এ
শূন্যপদ - ২টি
যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ এবং নার্সিং ও মিডউইফেরি তে তিন বছরের ডিপ্লোমা অথবা নার্সিং এ বি.এসসি ডিগ্রী অথবা নার্সিং এ 'A' গ্রেডের সার্টিফিকেট সহ হাসপাতালে ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা সেনা বাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস - III গ্রেড বা তার উপরের গ্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে মনে রাখতে হবে, আবেদনকারী যেন সেন্ট্রাল/স্টেট নার্সিং  কাউন্সিল অফ ইন্ডিয়া তে রেজিস্টার্ড থাকেন।

বয়স - বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন - ৪৪,৯০০/- টাকা

৩) অ্যাসিস্ট্যান্ট গ্রেড - ১ (HR)
শূন্যপদ - ১৩টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট। পাশাপাশি টাইপিং ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২৫,৫০০/- টাকা

৪) অ্যাসিস্ট্যান্ট গ্রেড - ১ (F& A)
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট। পাশাপাশি টাইপিং ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২৫,৫০০/- টাকা

৫) অ্যাসিস্ট্যান্ট গ্রেড - ১ (C &MM)
শূন্যপদ - ৪টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট। পাশাপাশি টাইপিং ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২৫,৫০০/- টাকা

৬) স্টেনো গ্রেড - ১
শূন্যপদ - ৯টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট। পাশাপাশি টাইপিং ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২ মার্চ, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন - ২৫,৫০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর,  প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর এবং অন্যান্য নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি


ক্রমিক ২ নং থেকে ৬ নং পোস্টগুলির ক্ষেত্রে প্রার্থী নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা (প্রিলিমিনারী টেস্ট + অ্যাডভান্স টেস্ট) এবং স্কিল টেস্টের মাধ্যমে।
কেবল ক্রমিক ১ নং পোস্টের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

পোস্ট অনুযায়ী লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড, সিলেবাস, ধরণ এবং অন্যান্য তথ্য জানতে দেখুন NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://npcilcareers.co.in/

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://npcilcareers.co.in/  এ ২ মার্চ, ২০২২ এর মধ্যে।

অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভ্যালিড ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে প্রার্থীকে রেজিস্ট্রেশন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট https://npcilcareers.co.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ