ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - 11/2022।

ছেলেমেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

পোস্ট - জুনিয়র স্টেনোগ্রাফার

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ৮০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা। শুরুতেই বেতন - ৪৭,০৪৩/- টাকা

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষা এবং শর্টহ্যান্ড/টাইপ টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষার অ্যাডমিট কার্ড আবেদনকারীর দেওয়া ইমেল আইডিতে মেল করে দেওয়া হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

 

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে বা নিজে গিয়ে জমা করতে হবে এই ঠিকানায় - ' Controller of Administration, National Council of Science Museums, Block - GN, Sector - V, Bidhan Nagar, Kolkata - 700091 '। 

খামের উপর লিখতে হবে - " Application for the post of Junior Stenographer (Advertisement No.11/2022) "।

আবেদন মূল্য ৭৫০/- টাকা।

তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে ব্যাঙ্কে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

Bank - Indian Overseas Bank 
A/c No. 164201000000491
IFSC Code - IOBA0001642
MICR Code - 700020049
Branch Address - Sector V, Saltlake, Kolkata - 700091

ব্যাংকে টাকা জমা করার পর অবশ্যই রিসিট সংগ্রহ করতে হবে।

বা ডিমান্ড ড্রাফট করতে হবে এই ঠিকানায় - ' Nationalized Bank drawn in favour of in favour of " National Council of Science Museums " payable at Kolkata '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCSM এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncsm.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ