ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল এগ্রি - ফুড বায়ো টেকনোলজি ইনস্টিটিউটে সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - NABI/ADMIN/1(001)/2022-23-01/Rectt।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৬ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) সিনিয়র প্রাইভেট সেক্রেটারি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এমবিএ ডিগ্রী সহ গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পাশাপশি কম্পিউটারে শর্টহ্যান্ড ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৭,৬০০/- টাকা - ১,৫১,১০০/- টাকা

 

২) ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২/৩ বছরের অভিজ্ঞতা অথবা এমবিএ ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ কয়েক হাজার শূন্যপদে ১২ টি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ

 

৩) সিস্টেম অ্যানালিস্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী বা পি এইচ ডি এবং চার বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

৪) সিনিয়র টেকনিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - বিভিএসসি/বি.ই/বি.টেক/ফুড টেকনোলজি/ইন্সট্রুমেন্টেশন বিষয়ে ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে চার বছর বা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

৫) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল এবং ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৪৪,৯০০/- টাকা - ১,৪২,৪০০/- টাকা

 

আরও পড়ুনঃ দীপাবলির আগেই কলকাতায় লঞ্চ হতে চলেছে 5G পরিষেবা

 

৬) টেকনিক্যাল অফিসার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

৭) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী এবং ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

নির্বাচন পদ্ধতি 

ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে লিখিত এবং/ অথবা স্কিল টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

আরও পড়ুনঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, সিস্টেম অ্যানালিস্ট ও সিনিয়র টেকনিক্যাল অফিসার পোস্টের ক্ষেত্রে লিখিত এবং/ অথবা স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং নির্বাচন কমিটির আরো যদি কোন পদ্ধতি থাকে তো সেই অনুযায়ী চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে NABI এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ২৬ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

জমা করা আবেদন পত্রের প্রিন্ট কপি বার করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও পাসপোর্ট সাইজ ছবি সহ খামে পুরে পাঠাতে হবে এই ঠিকানায় - Manager Administration , National Agri - food Biotechnology Institute, Knowledge City, Sector - 1, Mohali - 140306, punjab

 

আরও পড়ুনঃ Viral News: দেখুন জিমন্যাস্ট পায়রার অবাক করা স্টান্ট

 

খামের উপর পোস্টের নাম ও পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন মূল্য পোস্ট অনুযায়ী ভিন্ন। টাকা জমা করতে হবে অনলাইনে SBI collect এর চালানের দ্বারা।

একাধিক পোস্টে আবেদন করতে চাইলে পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NABI এর অফিসিয়াল ওয়েবসাইট nabi.res.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ