ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশানাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (NABARD) অধীন রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিসে (RDBS) ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর-  3/GradeB/2021 -22। আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ৭আগস্ট,২০২১ এর মধ্যে ।


যোগ্যতা 

কমপক্ষে ৬০% নম্বর সহ  (SC/PWBD applicants 55%) যে কোনও শাখায় পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে। জগ্যতার প্রতিটি ক্ষেত্রে কমপক্ষে ৬০%ন্মব্র থাকা চাই। বয়স হতে হবে  ১ জুলাই, ২০২১ অনুযায়ী, ২৫ থেকে ৩২ বছরের মধ্যে  তবে এস সি/ এক্স সার্ভিসম্যান হলে ৫ বছর এবং ও বিসি হলে ৩ বছর বয়সের ছাড় পাবেন। এছাড়াও পি ডব্লিউ বি ডি (জেনারেল) হলে ১০বছর, পি ডব্লিউ বি ডি ( ও বি সি ) হলে ১৩বছর এবং পি ডব্লিউ বি ডি ( এস সি/ এস টি ) হলে ১৫ বছরের ছাড় পাবেন।

সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর  (SC/PWBD - 02 years) কাজের অভিজ্ঞতা থাকা চাই। 

নির্বাচন পদ্ধতি


প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

প্রিলিমিনারি পরীক্ষা- অনলাইনে অবজেক্টিভ টাইপের ২০০ নম্বরের  প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে এই সব বিষয় - Test of reasoning (20), English (30),Computer knowledge (20), Quantitive Aptitude (20), Decision Making (10)। মোট সময় ১২০ মিনিট। প্রশ্নপত্র হবে হিন্দি বা ইংরাজীতে।  পরীক্ষা হবে আগস্টের শেষ সপ্তাহে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। 
 

মেন পরীক্ষা (Final Combined Competitive Examination)- এই পরীক্ষায় অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ টাইপের মোট ৩০০ নম্বরের প্রশ্ন হবে। 

a) Paper-I :- General English  ( marks - 100, time duration - 90 minute)
b) Paper-II :- Economic & social issues ( Objective type, marks - 50, time duration - 30minutes and descriptive type, marks - 50,time duration - 90minutes )।
c) Paper-III :- Development Economics, Statistics, Finance and Management ( Objective type, marks - 50, time duration - 30 minute and descriptive type, marks - 50, time duration - 90minutes)।


প্রত্যেকটি পরীক্ষা অনলাইনে হবে। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।


ফাইনাল মেধা তালিকা তৈরি হবে মেন পরীক্ষা ও ইন্টারভিউ তে পাওয়া নম্বরের ভিত্তিতে। 

বেতনক্রম - ৩৫১৫০ টাকা থেকে ৭৮,০০০ টাকা। মোট শূন্যপদ ৭ টি (Unreserved (UR) - 3, Scheduled Caste - 1, OBC -  2, PWBD -  1)। 

আবেদনের পদ্ধতি


অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটএ আবেদন করা যাবে। আবেদন করতে হবে ৭ আগস্ট, ২০২১ এর মধ্যে । আবেদন ও ইন্টিমেশন ফি বাবদ মোট লাগবে ৯০০ টাকা। তবে এস সি/ এস টি/ পি ডব্লিউ বি ডি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফি লাগবে না। শুধুমাত্র ইন্টিমেশন ফি লাগবে ১৫০ টাকা । আবেদন ফি জমা করা যাবে Master/ Visa/ Rupay/ Debit or Credit Card/ Internet Banking এর মাধ্যমে। 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ন্যাশানাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট- https://www.nabard.org/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ