ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় বায়ুসেনাতে অগ্নিপথ স্কিমের অন্তর্গত ' অগ্নিবীরবায়ু ' হিসেবে সেনাকর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2022।

 

আরও পড়ুনঃ 

 

আবেদন করতে হবে অনলাইনে অগ্নিপথ বায়ুর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ জুন, ২০২২ ও শেষ হবে ৫ জুলাই, ২০২২।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

মেয়াদ - ৪ বছর

যোগ্যতা - যে কোন শাখাতে উচ্চ মাধ্যমিক পাশ বা কমপক্ষে ৫০% নম্বর সহ গণিত, ভৌত বিজ্ঞান ও ইংরেজি বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ যেখানে কেবল ইংরেজি বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর থাকতে হবে

অথবা, ইংরেজি বিষয়ে ৫০% নম্বর সহ ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়ে তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে

 

আরও পড়ুনঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী

অথবা, গণিত ও ভৌত বিজ্ঞান বিষয় সহ কমপক্ষে ২ বছরের ভোকেশনাল কোর্স থাকতে হবে।

পাশাপাশি উচ্চতা হতে হবে ১৫২.৫ সেমি ও বুকের ছাতি সম্প্রসারণ করার মাপ ৫ সেমি।

বয়স - বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২৯ ডিসেম্বর, ১৯৯৯ সাল থেকে ২৯ জুন, ২০০৫ সালের মধ্যে।

বেতন - প্রথম বছরে মাসিক ৩০,০০০/- টাকা করে প্রদান করা হবে। তবে দ্বিতীয় বছর থেকে তা বৃদ্ধি পেয়ে চতুর্থ বছরে মাসিক ৪০,০০০/- টাকা প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

দুটি ধাপের পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

প্রথম ধাপে অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

দ্বিতীয় ধাপে স্কিল টেস্ট, ভেরিফিকেশন টেস্ট, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ ২৪ জুলাই, ২০২২।

 

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী পদ ঘোষণা হল

পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ, অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রভৃতি বিষয়ে বিস্তারিত জানতে দেখুন অগ্নিপথ বায়ু অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.in

পরীক্ষার প্রভিশনাল লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর, ২০২২।

এনরোলমেন্ট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাব্য তারিখ ১১ ডিসেম্বর, ২০২২।

কেবল মাত্র অবিবাহিত পুরুষেরাই আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে অগ্নিপথ বায়ু এর অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.incdac.in  এর মাধ্যমে।

আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৪ জুন, ২০২২ ও শেষ হবে ৫ জুলাই, ২০২২।

আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন মূল্য ২৫০/- টাকা।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে অথবা অফলাইনে AXIS ব্যাঙ্ক চালানের মাধ্যমে।

কেবল মাত্র একবারই আবেদন করা যাবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন অগ্নিপথ বায়ু অফিসিয়াল ওয়েবসাইট https://agnipathvayu.cdac.incdac.in বা বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://indianairforce.nic.in অথবা https://careerindianairforce.cdac.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ