ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

ওয়েব ডেস্কঃ ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্রের জলশক্তি মন্ত্রকের অধীন ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (IWAI)।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর IWAI-17011/4/2022-ADMIN RECTT Dated 04/11/2022 । আবেদন করতে হবে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন এর শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২২। 

 

পোস্ট অনুযায়ী যোগ্যতা

 

১) লোয়ার ডিভিশন ক্লার্ক – উচ্চ মাধ্যমিক পাশ। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ বা ম্যানুয়াল টাইপ মেশিনে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ২৫ টি শব্দ  টাইপিং করার দক্ষতা থাকতে হবে। সর্বাধিক বয়স সীমা  ২৭ বছর।

২) স্টেনো - উচ্চ মাধ্যমিক পাশ। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেনোর টেকনিক্যাল টেস্ট এর দক্ষতা থাকতে হবে। সর্বাধিক বয়স সীমা  ২৭ বছর।

৩) ই ডি পি অ্যাসিস্ট্যান্ট – কম্পিউটার সায়েন্স বা আই টি তে ডিগ্রি এবং ডাটা এন্ত্রিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বাধিক বয়স সীমা  ৩৫ বছর।

৪) জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়র – সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি বা ৩ বছর কাজের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা পাশ। সর্বাধিক বয়স সীমা  ৩০ বছর।

 

বেতন

 

১) লোয়ার ডিভিশন ক্লার্ক – Level – 02 (Pay Range 19900 - 63200)

২) স্টেনো - Level – 4 (Pay Range 25500 - 81100)

৩) ই ডি পি অ্যাসিস্ট্যান্ট – Level – 06 (Pay Range 35400 - 112400)

৪) জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়র – Level – 06 (Pay Range 35400 - 112400)

 

আবেদন ফি

 

এস সি / এস টি / প্রতিবন্ধী এবং আর্থিক অনগ্রসর দের ক্ষেত্রে ২০০ টাকা। বাকি সবার আবেদন ফি ৫০০ টাকা। 

 

নির্বাচন পদ্ধতি

 

১) লোয়ার ডিভিশন ক্লার্ক – কম্পিউটার বেসড পরীক্ষা + স্কিল টেস্ট 

২) স্টেনো –  কম্পিউটার বেসড পরীক্ষা + স্কিল টেস্ট 

৩) ই ডি পি অ্যাসিস্ট্যান্ট –  কম্পিউটার বেসড পরীক্ষা 

৪) জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়র – কম্পিউটার বেসড পরীক্ষা 

কোনও ইন্টারভিউ হবে না। কলকাতায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি – See PDF File 

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন এর শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২২। 

আবেদনের লিঙ্ক সহ আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন এই ওয়েবসাইট http://iwai.nic.in/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ