ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দো - টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে মোট ২৬৩ জন কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) হেড কনস্টেবল (টেলি কমিউনিকেশন)

মোট শূন্যপদ - ১২৬টি (পুরুষ - ১০৭টি, মহিলা - ১৯টি)

যোগ্যতা - ফিজিক্স, কেমিস্ট্রি ও গণিত বিষয়ে কমপক্ষে ৪৫% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের আই টি আই পাশ অথবা বিজ্ঞান শাখার বিষয় সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন

বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

২) কনস্টেবল (টেলি কমিউনিকেশন)

মোট শূন্যপদ - ১৬৭টি (পুরুষ - ১৪২টি, মহিলা - ২৫টি)

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ নভেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা

পাশাপাশি প্রতিটি পোস্টের ক্ষেত্রেই পুরুষদের উচ্চতা থাকতে হবে ১৭০ সেমি এবং বুকের ছাতির মাপ ৮০ সেমি থেকে ৮৫ সেমি ও মহিলাদের উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়স ও শারীরিক উচ্চতার মাপ এবং অন্যান্য বিষয়ে ছাড় আছে।

 


নির্বাচন পদ্ধতি

 

ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in

 

আবেদন পদ্ধতি 

 

আবেদন করতে হবে অনলাইনে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in এর মাধ্যমে ৩০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ITBP এর অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.itbpolice.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ