ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন ডিভিশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - PL/HR/ESTB/RECT-2022(2)।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১০ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

মোট শূন্যপদ - ৫৬টি

 

১) টেকনিক্যাল অ্যাটেনডেন্ট 

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ সার্টিফিকেট থাকতে হবে।

বেতনক্রম - ২৩,০০০/- টাকা - ৭৮,০০০/- টাকা

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১২ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

২) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল)

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে অথবা এক বছরের আই টি আই

কোর্সের পর লেটেরাল এন্ট্রিতে দুই বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

বেতনক্রম - ২৫,০০০/- টাকা - ১,০৫,০০০/- টাকা

 

৩) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (T & I)

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে অথবা এক বছরের আই টি আই

কোর্সের পর লেটেরাল এন্ট্রিতে দুই বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

বেতনক্রম - ২৫,০০০/- টাকা - ১,০৫,০০০/- টাকা

 

৪) ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (অপারেশনস)

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে অথবা এক বছরের আই টি আই

কোর্সের পর লেটেরাল এন্ট্রিতে দুই বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

বেতনক্রম - ২৫,০০০/- টাকা - ১,০৫,০০০/- টাকা

 

৫) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (মেকানিকাল)

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে অথবা এক বছরের আই টি আই

কোর্সের পর লেটেরাল এন্ট্রিতে দুই বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।

বেতনক্রম - ২৫,০০০/- টাকা - ১,০৫,০০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ফিজিক্যাল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৬ নভেম্বর, ২০২২।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in/  থেকে ২৭ অক্টোবর,

২০২২ তারিখ থেকে ৬ নভেম্বর, ২০২২ তারিখের মধ্যে।

দেশের বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in/ এর মাধ্যমে ১০ অক্টোবর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা । তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।

একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট https://plapps.indianoil.in/  অথবা www.iocl.com

 

IOCL | IndianOilCorpLtd | Government Jobs| IndianOilVacancy| JobNews|

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ