ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - IIHTS/Rec/569/2022/1।

আবেদন করতে হবে ২৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) ল্যাব টেকনিশিয়ান (ওয়েভিং) 

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ডিপ্লোমা এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতন - ১৯,৯০০/- টাকা

 

২) ল্যাব অ্যাটেনডেন্ট (প্রসেসিং)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতন - ১৮,০০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই প্রবেশন পিরিয়ড - ২ বছর।

 

নির্বাচন পদ্ধতি

 

লিখিত এবং প্র্যাক্টিক্যাল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IIHT এর অফিসিয়াল ওয়েবসাইট www.handlooms.nic.in অথবা www.iihtsalem.edu.in

তামিলনাড়ুর সালেম অঞ্চলে নিয়োগ করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে ২৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে IIHT এর অফিসিয়াল ওয়েবসাইট www.handlooms.nic.in অথবা www.iihtsalem.edu.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Director, Indian Institute of Handloom Technology, Foulke's Compound, Thillai Nagar, Salem - 636 001 '।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IIHT এর অফিসিয়াল ওয়েবসাইট www.handlooms.nic.in অথবা www.iihtsalem.edu.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ