ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আই সি এ আর - এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতাতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - 5/2022।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউ হবে ৩১ অক্টোবর, ২০২২।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) পোস্ট - সিনিয়র রিসার্চ ফেলো

শূন্যপদ - ১টি

যোগ্যতা - এগ্রিকালচার/এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/হর্টিকালচার/অ্যানিমাল সায়েন্স/ফিশারি সায়েন্স বিষয়ে  মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ৩১,০০০/- টাকা

 

২) পোস্ট - ডেটা এন্ট্রি অপারেটর 

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কম্পিউটার অ্যাপ্লিকেশন/ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রী অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বি.টেক ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছরের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

৫ মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কলকাতা অথবা কল্যাণী অঞ্চলের দপ্তরে করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ৩১ অক্টোবর, ২০২২।

সময় - সকাল ১১টা

ঠিকানা - ICAR - Agricultural Technology Application Research Institute, Zone V, BhumiVihar Complex, GB Block, Sector - III, Saltlake, Kolkata - 700097 (Bus/Auto rickshaw from Sealdah/Bidhannagar and stop at Falguni/near Tank no.13)

ইন্টারভিউতে প্রয়োজনীয় তথ্যাদির আসল ও ফটোকপি , পাসপোর্ট সাইজ ছবি প্রভৃতি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ICAR - ATARI এর অফিসিয়াল ওয়েবসাইট www.atarikolkata.org

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ