ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে থাকা মোট ৪৩ টি  আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় অফিসার ( scale - l, ll, lll)  এবং অফিস অ্যাসিস্ট্যান্ট ( মাল্টিপারপাস ) পদে মোট ১০,৬৭৬ জন নিয়োগ করা হবে।

এই নিয়োগ পরিচালনার দায়িত্বে রয়েছে আই বি পি এস।

প্রার্থী  বাছাই হবে আই বি পি এস এর কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP RRBs X) এর মাধ্যমে।  

যোগ্যতা সাপেক্ষে একজন দুটি পদের জন্যও আবেদন করতে পারবেন।

আবেদন  করতে হবে অনলাইনে IBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে।

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৭ জুন, ২০২২।

সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তাই খুব কম সময়ে অর্থাৎ বিজ্ঞপ্তি বেরোনোর প্রায় ৬ থেকে ৭ মাসের মধ্যে যোগ্য প্রার্থীরা চাকরি পেয়ে যাবেন।

অফিসার স্কেল-১ এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে অঞ্চলের গ্রামীণ ব্যাঙ্কের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে।

যদি তা না হয় তাহলে নিয়োগ হওয়ার ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষায় নিজেকে দক্ষ করে নিতে হবে।

আরও পড়ুনঃ

ক্লাস এইট পর্যন্ত যদি সংশ্লিষ্ট স্থানীয় ভাষা পড়ে থাকেন বা, সংশ্লিষ্ট স্থানীয় ভাষার কোনও কোর্স করে থাকেন এবং তার সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট স্থানীয় ভাষায় দক্ষ বলে বিবেচিত হবেন।

পোস্ট অনুযায়ী  যোগ্যতা 

(১) পোস্ট - অফিস অ্যাসিস্ট্যান্ট ( মাল্টিপারপাস ) 

শিক্ষাগত যোগ্যতা – যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো বিষয়ে  গ্রাজুয়েট  এবং আঞ্চলিক ভাষা জানা থাকলে আবেদনের যোগ্য।

কম্পিউটারে কাজের জ্ঞান থাকলে ভালো হয়।

বয়সসীমা - ১ জুন, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ২ জুন, ১৯৯৩ থেকে ১ জুন,২০০৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ পরকীয়া সম্পর্ক অনুসন্ধান করে বৈচিত্র্যের

 

(২) পোস্ট - অফিসার (স্কেল -l) অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার

শিক্ষাগত যোগ্যতা - যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো বিষয়ে গ্রাজুয়েট  এবং আঞ্চলিক ভাষা জানা থাকলে আবেদনের যোগ্য।

এগ্রিকালচার , হর্টিকালচার, ফরেস্ট্রি, অ্যানিমেল হাজবেন্ড্রী, ভেটেনারী সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচার মার্কেটিং এন্ড কো-অপারেশন, ইনফরমেশন  টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল,  ইকোনমিক্স এন্ড অ্যাকাউনটেন্সি বিষয়গুলিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার  দেওয়া হবে।

কম্পিউটারে কাজ্রর জ্ঞান থাকলে ভালো হয়।

বয়সসীমা - ১ জুন, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।  

অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ৩ জুন, ১৯৯১ থেকে ৩১ মে,২০০৩ এর মধ্যে।

(৩) পোস্ট - অফিসার ( স্কেল -ll ) জেনারেল ব্যাঙ্কিং অফিসার ( ম্যানেজার )  

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট কমপক্ষে ৫০ % নম্বর সহ গ্রাজুয়েট এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।

 

আরও পড়ুনঃ গ্রেপ্তার ইউটিউবার রোদ্দুর রায়

 

সেইসঙ্গে ব্যাঙ্কিং /ফিন্যান্স/মার্কেটিং / এগ্রিকালচার/হর্টিকালচার /ফরেস্ট্রি /অ্যানিমেল হাজবেন্ড্রী/ভেটেনারি সাইন্স / এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং /পিসিকালচার / এগ্রিকালচার মার্কেটিং এন্ড কোঅরপোরেশন/ইনফরমেশন টেকনোলজি / ম্যানেজমেন্ট / ল / ইকোনমিক্স / অ্যাকাউন্টেন্সিতে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

(৪) পোস্ট - অফিসার স্কেল - ll স্পেশালিস্ট অফিসার্স  ম্যানেজা

ক) Information Technology Officer
শিক্ষাগত যোগ্যতা -  যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট কমপক্ষে ৫০% নম্বর সহ ইলেকট্রনিক/কমিউনিকেশন /কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি বিষয়ে গ্রাজুয়েট এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(খ) Chartered Accountant 
শিক্ষাগত যোগ্যতা -   সি এ পাশ এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা চাই।

(গ) Law Officer 
শিক্ষাগত যোগ্যতা -    কমপক্ষে ৫০% নম্বর সহনম্ব্র নিয়ে আইনে গ্র্যাজুয়েট। ল অফিসার বা অ্যাডভোকেট হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(ঘ)Treasury Manager
শিক্ষাগত যোগ্যতা -     ফিনান্সে এম বি এ বা সি এ পাশ।  সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(ঙ) Marketing Officer
শিক্ষাগত যোগ্যতা -     মার্কেটিং এ এম বি এ এবং ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।

(চ) Agricultural Officer
শিক্ষাগত যোগ্যতা -      কমপক্ষে ৫০% নম্বর নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে এই সকল বিষয়ে- Agriculture/ Horticulture/ Dairy/ Animal Husbandry/ Forestry/ Veterinary Science/ Agricultural Engineering/ Pisciculture। সেইসঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা - ১ জুন, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ৩ জুন, ১৯৮৯ থেকে ৩১ মে,২০০০ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ কোভিড আপডেট এর বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রক

 

(৫) পোস্ট - অফিসার স্কেল – lll সিনিয়র ম্যনেজার

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট কমপক্ষে ৫০% নম্বর সহ গ্রাজুয়েট পাশ এবং ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অফিসার হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদনের যোগ্য।  

ব্যাঙ্কিং/  ফিন্যান্স/ মার্কেটিং/ এএগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রি/ অ্যানিমেল হাজবেন্ড্রী /ভেটেনারি সাইন্স/ এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/পিসিকালচার/ এগ্রিকালচার মার্কেটিং এন্ড কোঅরপরেশন/ ইনফরমেশন টেকনোলজি/ম্যানেজমেন্ট/ ল/ইকোনমিক্স/এবং অ্যাকাউন্টেন্সি-তে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা - ১ জুন, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।  অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হওয়া চাই ৩ জুন, ১৯৮১ থেকে ৩১ মে,২০০০ এর মধ্যে। 

নিয়োগ পদ্ধতি

অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে কোনও ইন্টারভিউ হবে না । মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে। 

Officer Scale-II (General Banking Officer) Officer Scale-II (Specialist Cadre) Officer Scale- III পোস্টের একটি মাত্র পরীক্ষা হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে আই বি পি এস এর ওয়েবসাইটে।

অনলাইনে প্রিলি পরীক্ষার সম্ভাব্য সময় আগস্ট ২০২২।

 

আরও পড়ুনঃ আবারও নতুন চমক হোয়াটস অ্যাপে !

 

প্রিলি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাব্য সময় সেপ্টেম্বর, ২০২২।

অনলাইনে মেন পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ সেপ্টেম্বর/অক্টোবর, ২০২২।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে, lBPS এর অফিশিয়াল ওয়েবসাইটে ২৭ জুন, ২০২২ এর মধ্যে।

আবেদনের ফি

Officer (Scale I, II & III)
- Rs.175/- for SC/ST/PWBD candidates.
- Rs.850/- for all others

আরও পড়ুনঃ এবার আক্রান্ত স্কুল পড়ুয়ারা। আতঙ্ক ছড়াচ্ছে নরোভাইরাস

Office Assistant (Multipurpose)
- Rs.175/- for SC/ST/PWBD/EXSM candidates.
- Rs.850/- for all others

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- https://www.ibps.in/

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ